শেয়ার করুন বন্ধুর সাথে

ইস্তেখারার নামাজ মানে কল্যাণ কামনার নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমাদের কেউ যদি কোনো কাজ করতে ইচ্ছা করে তাহলে সে যেন দু রাকাত নফল নামাজ পড়ে ইস্তেখারার দুআটি পড়ে। এবং দুআর মধ্যে নিজের নির্দিষ্ট প্রয়োজনের কথা উল্লেখ করে। সহীহ বুখারী, হাদীস ৬৩৮২ এতে আশা করা যায় কাজটি কল্যাণকর হলে সে কিছুটা অনুধাবন করতে পারবে যে কাজটি করা যেতে পারে। আর অকল্যাণকর হলে সে তাও কিছুটা হলেও অনুধাবন করতে পারবে যে, কাজটি আমার জন্য করা উচিত নয়। ইস্তেখারার দুআটি নিম্নরূপ :  اللَّهُمَّ إِنِّى أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلاَ أَقْدِرُ وَتَعْلَمُ وَلاَ أَعْلَمُ وَأَنْتَ عَلاَّمُ الْغُيُوبِ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ يُسَمِّيهِ بِعَيْنِهِ الَّذِى يُرِيدُ - خَيْرٌ لِى فِى دِينِى وَمَعَاشِى وَمَعَادِى وَعَاقِبَةِ أَمْرِى فَاقْدُرْهُ لِى وَيَسِّرْهُ لِى وَبَارِكْ لِى فِيهِ اللَّهُمَّ وَإِنْ كُنْتَ تَعْلَمُهُ شَرًّا لِى مِثْلَ الأَوَّلِ فَاصْرِفْنِى عَنْهُ وَاصْرِفْهُ عَنِّى وَاقْدُرْ لِىَ الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ رَضِّنِى بِهِ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ