আমরা যখন নামাজ আদায় করি, নাভির নিচে প্যান্ট পরিধান করলে তখন তো পাঞ্জাবি /গেঞ্জি/সার্ট এর মাধ্যমে আমাদের নাভি ঢেকেই থাকে। এখন প্রশ্ন হল শার্ট বা গেঞ্জির মাধ্যমে আমাদের নাভি ঢেকে থাকলেও কী আমাদের প্যান্ট নাভির উপরে পরিধান করা ফরজ হবে????


শেয়ার করুন বন্ধুর সাথে

না, এটা ফরজ নয়।

মূলত সতর ঢাকা ফরজ।

চাই সেটা যেভাবেই ঢাকা হোক।

এখানে নিচ থেকে অর্থাৎ, লুঙ্গি 

বা প্যান্ট দিয়ে ঢাকা ফরজ নয়।

বরং উপরের পাঞ্জাবি/গেঞ্জির মাধ্যমে 

ঢাকলেও চলবে। 

মোটকথা, সতর ঢাকা হলেই হল। 

উল্লেখ্য, অনেক সময় প্যান্ট নাভির নিচে

পরলে, আর উপরে শার্ট থাকলে পেছনের

অনেক অংশ প্রকাশ হয়ে যায়। 

তাই নাভির উপরে পরাটাই সতর্কতা। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ