শেয়ার করুন বন্ধুর সাথে

তড়িৎ প্রবাহ মুলত ইলেক্ট্রন প্রবাহের বিপরীত দিকে হয়ে থাকে।সাধারনত তড়িৎ বর্তনি চিত্র অংকনের ক্ষেত্রে ইলেক্ট্রন প্রবাহের মান ধরা হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আর তড়িৎ প্রবাহের মান ধরা হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে।কিন্তু প্রকিত পক্ষে ইলেক্ট্রন সব সময় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয় আর তড়িৎ প্রবাহ ইলেক্ট্রনের বিপরীত দিকে অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়ে থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ