বাংলাদেশ গরিব রাষ্ট্র।

 সরকার অধিক টাকা উৎপাদন করলে তো সমাধান হয়ে যায়।

ভিডিও তে দেখলাম টাকা উৎপাদন করতেছে।

সে ক্ষেত্রে অধিক টাকা উৎপাদন করলেই তো অর্থসংকট কাটানো যায়।তবুও কেন অন্য দেশ থেকে ঋণ নিতে হয়.!??


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বাংলাদেশ যদি অধিক টাকা উৎপাদন করে তাহলে দেশে

মূদ্রাস্ফীতি ঘটবে।

সবার হাতে টাকা থাকবে কিন্ত কেউ তাদের প্রয়োজনীয় 

পন্য দ্রব্য ক্রয় করতে পারবে না।

অধিক টাকা উৎপাদন এর ফলে পন্য উৎপাদন কমে যাবে

তখন দেশে নানা রকম সমস্যা হবে।

তাই সরকার চাইলেও পারবে না।

দেশের কথা ভেবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ