আমি কিছু ছাত্র ছাত্রী পড়াতে চাই

এই বার ই প্রথম পড়বো

অগের কোন অভিজ্ঞা নাই আমার।

কিভাবে পড়লা সুন্দর ভাবে পড়াতে

পারবো জানালে ভালো হতো


শেয়ার করুন বন্ধুর সাথে

কোন শ্রেণীর ছাত্র-ছাত্রী পড়াবেন সেটা উল্লেখ করেননি ।

করলে ভালো হতো ।

যাহোক ছাত্র ছাত্রী পড়াতে হলে সর্ব প্রথম যেটা 

প্রয়োজন সেটা হলো বন্ধু সুলভ আচরণ । তাই বলে যে কঠোর হবেন না তা কিন্তু নয় । আর এই কঠোরতা হতে হবে বিশেষ ক্ষেত্রে বিশেষ ছাত্র ছাত্রীদের উপর ।( কঠোরতা বলতে 

বেত্রাগাত বুঝবেন না) । পড়তে বাধ্য করবে এমন একটু শাসন ।

এটাই যেন হয় কঠোরতা এমন শাসন নয় যেন আপনাকে অতিরিক্ত মাত্রায় ভয় পেতে শুরু করে ।

সর্ব প্রথমে আপনার ছাত্র ছাত্রীরা যে পাঠ গুলো পারে 

সেগুলো দিয়েই পড়ানো শুরু করেন এতে ছাত্র ছাত্রীরা 

খুব সহজেই পড়া বলতে এবং লিখতে পারবে । ফলস্বরূপ

তাদেরকে বাহবা জানান , সাবাস দিন ।। এই ভাবে 2 -4 দিন পর

যখন তারা আপনাকে 

বুঝে উঠবে এবং সহজে নিতে পারবে ঠিক তখন নতুন করে 

শিখাতে শুরু করেন (এই পদ্ধতি কম বয়সী ছেলে মেয়েদের জন্য প্রয়োগ করবেন) । প্রতিটা পাঠ

শেখানোর শেষে গুরুত্বপূর্ণ পাঠ লিখতে দিবেন । সাপ্তাহিক এবং  মাসিক পরীক্ষার ব্যবস্থা করবেন । এবং রেজাল্ট ভালো কারী/ কারিণীর জন্য পুরস্কারের 

ব্যবস্থা রাখবেন । পুরস্কার হিসেবে একটা কলম ও হতে পারে ।

এতে করে তারা প্রতিযোগী হয়ে উঠবে এবং ভালো রেজাল্টের জন্য এটা খুবই উপযোগী । 

শিক্ষিকা হিসেবে পড়ার ফাঁকে ফাঁকে তাদেরকে নীতি শিক্ষা দিন । 

নীতি শিক্ষা তাদের বিবেক বিবেচনা বোধকে জাগ্রত করে 

তুলবে । এইভাবে তারা মানুষের মত মানুষ হয়ে গড়ে

 উঠবে ইনশা আল্লাহ। 


(সব থেকে বড় কথা হচ্ছে আপনি আল্লাহর নামে শুরু করে দিন দেখবেন নিজে থেকেই সব কিছু পারবেন । )




ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করলে ভালো হতো এবং সাথে সাথে কোন শ্রেণির শিক্ষার্থী পাড়াতে চান সেটা বললেও ভালো হতো।  পড়ানোর জন্য আপনি কতটুকু ঐ বিষয়ে জানেন সেটা বুঝতে হবে কারন আপনার থেকে একজন শিখবে।  তারপর তাকে বুঝানো এবং সে বুঝলো কিনা এটা খেয়াল করতে হবে। পারস্পরিক সু সম্পর্ক আপনার পড়ানোর দক্ষতা বাড়ায়।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ