যেহেতু গ্রেগরীয় বর্ষপঞ্জি বা খ্রিস্টাব্দ সাল গণনা শুরু হয়েছে অনেক পরে; এবং মোটামুটি ধরনের একটা মিল দেওয়া হয়েছে, তাই ইসা আলাইহিসসালামের জন্মের সঠিক সালই কেউ বলতে পারবে না; তারিখ বলা তো অনেক দূরের কথা। হ্যাঁ, মাস ওই সময়ও ছিল; কিন্তু ইসা আলাইহিসসালামের জন্মের সময়ই তো কেউ জানতে পারেনি যে, তিনি এতবড় নবি হবেন। তাই আরো পাঁচ-দশটা ছেলের জন্মতারিখ যেভাবে ওই সময় সংরক্ষণ করা হত না, ঠিক সেভাবেই ইসা আলাইহিসসালামের জন্মতারিখও কেউ সংরক্ষণ করেনি। এজন্যই পঁচিশে ডিসেম্বরকে নিশ্চিতরূপেই ইসা আলাইহিসসালামের জন্মতারিখ বলা যায় না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ