Call

হ্যা, ৪০ দিনের মাঝেই পরিষ্কার করা উচিৎ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Rashed_

Call

৪০ দিনের মধ্যে পরিষ্কার করতে হবে।তা নাহলে আপনার শরীর নাপাক হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি যদি মুসলিম হন তাহলে আপনাকে 40 দিনের ভিতরে কাটতে হবে অন্যথায় আপনার কোন ইবাদাত আল্লাহর দববারে কবুল হবে না!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
আমার জানামতে ৪০ দিনের ভিতর কাটতে হয়।
নতুবা শরীর নাপাক থাকে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
নবিজি ১৫ দিন পর পর,  অর্থাত ১ শুক্রবার মিস দিয়া পরের শুক্রবারে নখ চুল কাটতেন,। 
কিন্ত ৪০ দিন পার হলে তা নাপাকি,। 

আপনি কি পবিত্রতা চান না.  ।  ইসলাম ত পবিত্র ধর্ম।


সূরা আত-তাওবাহ্‌ (التوبة), আয়াত: ১০৮

لَا تَقُمْ فِيهِ أَبَدًا لَّمَسْجِدٌ أُسِّسَ عَلَى ٱلتَّقْوَىٰ مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَن تَقُومَ فِيهِ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَن يَتَطَهَّرُوا۟ وَٱللَّهُ يُحِبُّ ٱلْمُطَّهِّرِينَ

উচ্চারণঃ লা-তাকুম ফীহি আবাদাল লামাছজিদুন উছছিছা ‘আলাততাকওয়া-মিন আওওয়ালি ইয়াওমিন আহাক্কুআন তাকূমা ফীহি ফীহি রিজা-লুইঁ ইউহিববূনা আইঁ ইয়াতাতাহহারু ওয়াল্লা-হু ইউহিব্বুল মুতাতাহহিরীন।

অর্থঃ তুমি কখনো সেখানে দাড়াবে না, তবে যে মসজিদের ভিত্তি রাখা হয়েছে তাকওয়ার উপর প্রথম দিন থেকে, সেটিই তোমার দাঁড়াবার যোগ্য স্থান। সেখানে রয়েছে এমন লোক, যারা পবিত্রতাকে ভালবাসে। আর আল্লাহ পবিত্র লোকদের ভালবাসেন।

Playstore Link: 
https://play.google.com/store/apps/details?id=com.muslim.quran_bangla

্ম।
সূরা আল মুদ্দাস্সির (المدّشّر), আয়াত: ৫

وَٱلرُّجْزَ فَٱهْجُرْ

উচ্চারণঃ ওয়াররুজঝা ফাহজুর।

অর্থঃ এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন।

Playstore Link: 
https://play.google.com/store/apps/details?id=com.muslim.quran_bangla
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

পুরুষ-মহিলা উভয়ের জন্য সপ্তাহে একদিন নাভির নীচের ও বগলের পশম পরিস্কার করা সুন্নাত৷ সপ্তাহে একদিন সম্ভব না হলে পনের দিনে, পনের দিনেও সম্ভব না হলে চল্লিশ দিনে পরিস্কার করা ওয়াজিব৷ আর চল্লিশ দিন অতিবাহিত হয়ে গেলে ওয়াজিব তরক করার গুনাহ হবে ৷ তবে উক্ত অবস্থায় নামায রোযা ও অন্যান্য ইবাদত-বন্দেগী কবুল হবে৷ ☞তথ্যসূত্র মুসলিম শরীফ ১/১১২ পৃষ্ঠা৷ ফতোয়ায়ে শামী ৬/৪০৭ পৃষ্ঠা৷ ফতোয়ায়ে আলমগিরী ৫/৩৫৭পৃষ্ঠা৷ ফতোয়ায়ে জামেয়া ৫/৮৪পৃষ্ঠা৷ ফতোয়ায়ে হিন্দিয়া ৪/২৩৮ পৃষ্ঠা৷ ফতোয়ায়ে কাসেমীয়া ৫৬১ পৃষ্ঠা৷ বেহেশতী গাওহার ১১/১৭৪ পৃষ্ঠা৷ রদ্দুল মুহতার ৫/২৮৮পৃষ্ঠা৷ আশা করি উত্তর পেয়েছেন।।।।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সাবালক নারী পুরুষের কিছু দামেয়ী সুন্নাত আছে যেগুলো পালন করা অত্যন্ত জরুরী।এর মধ্যে অন্যতম হলো নাভীর নিচের ও বগলের নিচের চুল।এগুলো অন্তত ৪০ দিনের ভিতরেই খাটো করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনাকে কমপক্ষে ৪০ দিনের ভিতরেই নাভীর নিচের এবং বগলের নিচের চুল খাটো করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

জবাব: প্রিয় ভাই, ইসলাম স্বভাবজাত ধর্ম। মানুষের পরিচ্ছতা ও সৌন্দর্য এবং সুস্থতা ও কমনীয়তার নেয়ামত রক্ষায় ইসলামে অনেক গুরুত্ব দেয়া হয়েছে। যার কারণে ইসলাম মানুষের শরীরের অবাঞ্ছিত লোম, নখ ইত্যাদি বিনা ওজরে চল্লিশ দিন পর কাটাকে মাকরূহ তাহরীমি বা গোনাহর কাজ বলেছে। এ মর্মে সাহাবী আনাস রাযি. বলেন,

وُقِّتَ لَنَا فِي قَصِّ الشَّارِبِ، وَتَقْلِيمِ الأَظْفَارِ، وَنَتْفِ الإِبِطِ، وَحَلْقِ الْعَانَةِ، أَنْ لاَ نَتْرُكَ أَكْثَرَ مِنْ أَرْبَعِينَ يَوْماً.

অর্থাৎ, গোঁফ ছোট রাখা , নখ কাঁটা, বগলের লোম উপড়িয়ে ফেলা এবং নাভীর নিচের লোম চেঁছে ফেলার জন্যে আমাদেরকে সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল যেন, আমরা তা করতে চল্লিশ দিনের অধিক দেরী না করি। (মুসলিম ২৫৮)

সুত্রঃ http://quranerjyoti.com

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ