Call

★আল্লাহ তায়ালা আমাদের নবী হযরত মূহাম্মদ (সাল্লাল্লাহু

আলাইহি ওয়া সাল্লাম) কে মূল বা অরিজিনাল কোরআন

এর কোনো কপি দান করেননি। যেমনি আল্লাহ তায়ালা

হযরত মূসা (আলাহিস সাল্লাম) কে তাওরাত দান

 করেছিলেন।

★ তিনি দীর্ঘ ২৩ বছরে ৮ টি পদ্ধতিতে কোরআন এর ওহী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি অয়া সাল্লাম) এর

উপর অবতীর্ণ করেছেন এবং সেসময় তা (অহী)

বিভিন্ন পাথর, চামড়া, পাতা ইত্যাদিতে সাহাবীগণ লিখেছেন।

পরবর্তীতে হযরত আবু বকর (রাদিয়াল্লাহু আনহু) এর সময়ে উক্ত অহী বা কোরআন একটি গ্রন্থে লিপিবদ্ধ করা হয়। 

এবং পরবর্তীতে হযরত উসমান (রাদিয়াল্লাহু আনহু) উক্ত গ্রন্থ কে ৭ টি গ্রন্থ করেন। 

আশাকরি আপনি বুঝেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ