তবা পরেন আর নমায পড়ে আল্লাহ্ কাছে মাফ চান। মনে থেকে তবা পড়লে  আর বাকি জীবনে এমন ভুল যদি না করেন আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন ইনসাআল্লাহ্

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এতে আপনার শপথ ভঙ্গ হয়েছে। আর শপথ বা কসম খাওয়ার পর তা ভঙ্গ করলে এর জন্য কাফ্ফারা দিতে হয়। আর কসম ভঙ্গের কাফ্ফারা হল দশজন দরিদ্রকে দু'বেলা মধ্যম ধরনের খাবার খাওয়াতে হবে কিংবা তাদেরকে সতর ঢাকা পরিমাণ পোশাক পরিচ্ছদ দিতে হবে কিংবা কোন গোলাম মুক্ত করতে হবে। আর যদি উল্লিখিত তিনটির কোনটি আদায়ে সক্ষম না হয় তবে তিনটি রোযা রাখবে।

(সূরা মায়িদা- ৮৯, ফাতাওয়া শামী ৫/৬২৮, ফাতাওয়া আলমগীরী ২/১১১, ফাতাওয়া মাহমূদিয়া ১৬/৫৩)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ