আমি কলেজে ভর্তি জন্য 5 টি কলেজ সয়েজ দিয়ে ছিলাম তার মধ্যে 3,নং কলেজ টা আসছে কিন্তু আমি কখনোই এই কলেজ ভর্তি হব না তো আমি যদি টাকা জমা দেয় তাহলে নতুন করে আবেদন করতে পারব কি? 


Share with your friends
Call

দুঃখিত ভাইয়া, আপনি টাকা জমা দিলে নতুন করে আর আবেদন করতে পারবেন না। কিন্তু মাইগ্রেশনের জন্য আবেদন করতে পারবেন। নতুন করে আবেদন করতে চাইলে টাকা জাম না দিয়ে ভর্তি বাতিল করে, আগামী ০৯/০৬/১৭ইং তারিখ হতে ১০/০৬/১৭ইং তারিখের মধ্যে নতুন করে আবেদন করতে হবে। উল্লেখ্য যে, ০৮/০৬/১৭ইং তারিখ রাত ১১.৫৯ এর আগে টাকা জমা না দিলে আপনার ভর্তি অটোমেটিক বাতিল হয়ে যাবে।

Talk Doctor Online in Bissoy App
Call

কলেজ পরিবর্তন করতে চাইলে, আবেদন করতে হবে নতুন কোনো কলেজ দেওয়া যাবেনা, পূর্ব দেওয়া কলেজে গুলোতে আসন খালি থাকলে ভর্তি হতে পারবে। সিলেক্ট হওয়া কলেজে ভর্তি না হলে বা নতুন ভাবে কলেজ পছন্দ করতে চাইলে আবেদন করতে হবে ৯-১০জুন তারিখের মধ্যে।

Talk Doctor Online in Bissoy App
Call
নতুন করে আবেদন নয় মাইগ্রেশন করতে পারবেন।যদি মাইগ্রেশন কৃত কলেজে(যেটা আপনার পছন্দ)  আসন খালি থাকে তাহলে আপনি সেই কলেজে যেতে পারবেন।অন্যথায় পুর্বের কলেজে পড়তে হবে। আর হ্যা আবেদনের টাকা পেইড করুন তা না হলে মাইগ্রেশন করা যাবে না
Talk Doctor Online in Bissoy App