LtRazzak

Call

অাপ‌নি অাশযুক্ত খাবার কম খা‌চ্ছেন তাই পায়খানা কষা হ‌চ্ছে। বে‌শি ক‌রে শাক সব‌জি, ফল ও পা‌নি খান ঠিক হ‌য়ে যা‌বে। তাছাড়া প্র‌তি‌দিন সকা‌লে এক গ্লাস ইসপগু‌লের ভু‌ষি খে‌তে পা‌রেন। এ‌তে উপকার পা‌বেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
steeline

Call

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

কাচাা ছোলা  সকাল  বেলা খালি পেটে  খেতে হবে।

রাত্রে শোয়ার আগে ইসুব গুলির ভূষী খাবেন।
সময় মত সুষম খাবার খান, টাটকা ফলমুল খান, পর্যাপ্ত ঘুম দেন, যোগ ব্যায়াম করেন, চিন্তা মুক্ত থাকেন, প্রচুর পানি পান করেন, নেশাদার পদার্থ থেকে দুরে থাকেন |

এভাবে ১ সপতাহ খান,  ঠিক হয়ে  যাবে  ইনশাআল্লাহ।
 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Yakub Ali

Call

প্রস্রাবে সংক্রমণ ও পানি কম খেলে প্রস্রাবে

জ্বালাপোড়া হয়, আঁশ জাতীয় খাবার কম

খেলে পানি কম খেলে কষা হতে পারে।

দিন দুইবার ইসবগগুলের ভুষি খাবেন, পানি

বেশী খেতে হবে, ফার্মেসি থেকে এ্যালকুলি

সিরাপ এনে খেতে পারেন, প্রস্রাবের সমস্যা

সমাধান হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ