Junait

Call

গর্ভবতী  হওয়ার সম্ভবনা নেই। 

গর্ভবতী  হওয়ার সম্ভবনা ১%.

কারন কোনো পিলই ১০০% নিশ্চয়তা দেয় না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

প্রথমতঃ আপনি তার সঙ্গে সহবাস করেছেন মাসিক শেষ হওয়ার চারদিন পর। আর মাসিক শেষ হওয়ার পর সাতদিন পর্যন্ত সাধারণত নিরাপদ হয়ে থাকে। এসময় গর্ভধারণের সম্ভাবনা নেই।

দ্বিতীয়তঃ পরে আবার পিলও খাওয়া হয়েছে। তাই আর গর্ভধারণের সম্ভাবনা নেই।

অনেক সময় এসব পিল ইত্যাদির কারণে মাসিকে কিছু অনিয়ম হয়ে থাকে। মাসিকের সময় আগপিছ হয়ে যায়। এটা ব্যাপার না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।

এরপরও যদি আপনাদের সন্দেহ হয়, তাহলে

 নিকটস্ত কোন ফার্মেসী থেকে একটা 

প্রেগনেস্নী টেস্ট করার কাঠি এনে ভোরবেলা 

 আপনার 

স্ত্রীর প্রস্রাব

 পরিক্ষা করে 

শিওর হতে পারবেন যে, সে

 প্রেগনেন্ট কি না। কাঠি দাম

 মাত্র ২০ টাকা এবং নিয়ম ভিতরে লেখা আছে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এই অবস্থায় গর্ভবতী হওয়ার সম্ভাবনা কতটুকু? একেবারে রসম্ভবনা নাই আপনি নিচিত থাকেন



ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ