আমার বয়স ১৯ পায়খানা খুব কষা পায়খানা করার সময় সাধা ধাতুর মত কি যেন পড়ে লিংগ দিয়া । আর দুপুর টাইম হলে প্রতিদিন হাতের তালু, পায়ের তালু , মুখ, লিংগ, জালাপোড়া  করে... 


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

অনেকের কষার কারনে ধাতু যায়

কারন ঐ সময় জোরে কুত দেওয়া লাগে। 

কষা দূর হলে আশাকরি ধাতু যাওয়া বন্ধ হবে।

পানি বেশি করে পান করুন। 

tab. motigut 1+1+1 খাওয়ার আধা ঘণ্টা

আগে খান। ৫ দিন। পাশাপাশি শাকসবজি

খান। বেশি কষা হলে এগুলোর সাথে

syp. avolac খান। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

বয়স ১৯ পায়খানা খুব কষা আর আপনার পায়খানা করার সময় সাধা ধাতুর মত কি যেন পড়ে লিংগ দিয়া । আর দুপুর টাইম হলে প্রতিদিন হাতের তালু, পায়ের তালু , মুখ, লিংগ, জালাপোড়া  করে। নিজ নির্বাচনে ঔষধ খাওয়ার দরকার নেই। সমস্যাটি ক্রনিক হয়ে যাওয়ার আগেই একজন রেজিস্টার্ড হোমিও চিকিৎসকের সাথে কথা বলুন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ