Call

আপনি যাকে ভালোবাসেন তাকে কোথাও দাওয়াত বা কোথাও ডেকে মনের কথাটি বলে ফেলতে পারেন।তার সাথে ভালো ব্যবহার করতে হবে।হেসে কথা বলতে হবে। চোখের দিকে তাকিয়ে কথা বললে আরো ভালো।যাতে তার মনটা আপনার প্রতি আকৃষ্ট হয়।কোন কিছু গিফট দিতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

তাকে জানার চেষ্টা করুন। তাকে বোঝার চেষ্টা করুন। তার সাথে বন্ধুত্ব করুন। জোজ নিন তার পছন্দের জিনিস গুলো । কেমন মেয়ে তার পছন্দ। ব্যাস, কথা চালিয়ে যান। বেশী দূর্বল হবেন নাহ্, ছেলে বা মেয়ে যেই দূর্বল হয় তাকে তার প্রিয়জন ঘোরায়। তো লেগে যান। আপনার সে পারফেক্ট হলে তো কথাই নেই। বেষ্ট অফ লাক।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Rakheerand1

Call
ভালোবাসেন ভালো কথা কিন্তূ সে আপনাকে ভালোবাসে কী,,,,,,,.."?
এবং তার অন্য কারো সাথে সম্পর্ক আছে কী..!??
যদি না থাকে তাহলে আপনি তাকে আপনার মনের কথা টি বলে দিন
আর।যদি তার কোথাও সম্পর্কথাকতে তো তার থেকে দূরে থাকুন


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Shobuj72

Call

আপনি তাকে সত্যি যদি ভালবাসেন ।তাহলে আপনি কোন বাধা না দেখে আপনি তাকে বলে ফেলুন ।আর এমন সুযোগ কম আসে বা পরবতিতে তাকে বলার মত তেমন সুযোগ নাও পেতে পারেন ।আর আপনার যদি কোন সন্দেহ থাকে তাহলে তার বিষয়ে আগে জানুন খুব সুখ ভাবে ।প্রশ্ন করার জন্য বাদ এবং আশা করছি আপনার সমস্যা সমাধান হবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Manik Raj

Call

আপনি একজনকে ভালোবাসেন তাঁকে পাওয়ার জন্য চেষ্টা

করছেন কি করলে তাঁর ভালোবাসা পাওয়া যাবে।

অথবা কি এমন করলে আপনি যাঁকে ভালোবাসেন সে

আপনার ভালোবাসা গ্রহণ করে নিবে। 


কিছু কথা →ভালোবাসার কথা বলা যত সহজ তারচেয়ে

ভিশন কষ্ট প্রতিনিয়ত নিজের মনের সাথে যুদ্ধ করা।

 প্রতিনিয়ত নিজের মনের সাথে যুদ্ধ না করে যাঁকে ভালোবাসেন

তাঁকে তো আপনার মনের কথাগুলো জানাতে হবে।


যাঁকে ভালোবাসলাম যদি তাঁকে আমার ভালোবাসার কথা

নাই বলতে পারি তাহলে আমি তাঁকে যে ভালোবাসি সেটা 

বুঝাবো কিভাবে?

 

 যাঁকে ভালোবাসেন তাঁর কাছে

আপনার ভালোবাসার কথাগুলো জানিয়ে দিন।

যদি পারে সে আপনার ভালোবাসা গ্রহণ করবে অথবা না।

প্রতিনিয়ত নিজের মনের সাথে যুদ্ধ না করে ভালোবাসার

কথাগুলো জানিয়ে দেওয়াই মঙ্গলজনক।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ