আমি ২০১৮ সালে পরিক্ষা দিব,, । ৭৮ জনের মধ্যে রোল ১২ । আমার সকাল ৬ টা প্রাইবেট।,,,৯ টা থেকে কোচিং,, তারপর স্কুল,,তারপর অারেকটা প্রাইভেট পডে,, বাসায় ৬:৩০ অাসি,,, অামার এখনও সব পডা বাকি,,এখনও কিচু শিখিনাই অামি এখন কি ভাবে পডলে,,কতখন পডলে,, অামার ssc তে A+ পাওয়া সম্ভব,,,, কেউ পারলে কিছু টিপস দিয়ে,, help koren
Share with your friends
Rakheerand1

Call

প্রথমে আপনাকে বাসাতে বেশি বেশি করে পড়তে হবে

বোর্ড বই গুলা খুব ভালো করে পড়তে হবে

MCQ গুলা খুব ভালো করে পড়তে হবে,,,,,,  আপনি যদি  

MCQ তে ভালো করেন তাহলে রেজেল্ট ভালো হবে

সব কিছুর মুলে আপনাকে বাসাতে অনেক বেশি সময় ধরে পড়তে হবে এবং সাথে সাথে আল্লাহ্‌ এর ইবাদত করতে হবে

ইনশ্লা ভালো করতে পারবেন আপনি 

Talk Doctor Online in Bissoy App

Call

ভাই শোনো তোমার আর আমার একই প্রোবলেম । তোমার ফেসবুক আইডির এড্রেসটা দিলে খুব উপকৃত হতাম। এবার আসল কথায় আসি,, ভালো ফলাফল করতে হলে, তোমাকে এখন থেকেই পড়াশুনায় লেগে থাকতে হহবে। এরপর যা যা করতে হবে। ১) তোমাকে পড়াশুনার দৈনিক একটা রুটিন করতে হবে। ২) যত বেশি সম্ভব পড়াশুনায়য় লেগে থাকতে হবে। ৩) সময়মত বিশ্রাম নিবা। ৪) ভালো খাবার খাবা। ৫) দৈনিক নামায পড়বা আর নিজের জন্য দোয়া করবা। ৬) সাপ্তাহে একবার রিভিশন দিবা, যতটুকু পড়বা। ৭) কঠিন পাঠ মনদিয়ে ২/৩ বার পড়বা। ৮) পড়তে ক্লান্তি আসলে,একটু হাটবা। তারপর আবার পড়তে বসবা। ৯) ভালো খাবার খাওয়ার চেষ্টা করবা।

Talk Doctor Online in Bissoy App
প্রথমে আপনাকে এ+ গোল্ডেন পাওয়ার আশা করতে হবে। ভালো ফলাফল করতে হলে, আপনাকে এখন থেকেই পড়াশুনায় লেগে থাকতে হহবে। এরপর যা যা করতে হবে। ১) আপনাকে পড়াশুনার দৈনিক একটা রুটিন করতে হবে। ২) যত বেশি সম্ভব পড়াশুনায়য় লেগে থাকতে হবে। ৩) সময়মত বিশ্রাম নিবেন। ৪) ভালো খাবার খাবেন। ৫) দৈনিক নামায পড়বেন আর নিজের জন্য দোয়া করবেন। ৬) সাপ্তাহে একবার রিভিশন দিবেন, যতটুকু পড়বেন। ৭) কঠিন পাঠ মনদিয়ে ২/৩ বার পড়বেন। ৮) পড়তে ক্লান্তি আসলে,একটু হাটবেন। তারপর আবার পড়তে বসবেন। ৯) ভালো খাবার খাওয়ার চেষ্টা করবেন।
Talk Doctor Online in Bissoy App