Call

ডিগ্রি বা অনার্সের সর্বোচ্চ পয়েন্ট 4 । এর মধ্যে 3 পয়েন্ট পেলে ফার্স্ট ক্লাস , 2 পয়েন্ট পেলে সেকেন্ড ক্লাস এবং 1 পয়েন্ট পেলে থার্ড ক্লাস । আপনি যে পয়েন্ট অর্জন করেছেন তাতে থার্ড ইয়ারে 1 পয়েন্ট পেলেও আপনার গড়ে সেকেন্ড ক্লাস আসবে ।এবং ফার্স্ট ক্লাস করতে হলে থার্ড ইয়ারে (9-5.21)= 3.79 পেতে হবে যা আপনার ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারের রেজাল্ট এর সাপেক্ষে আপনার পক্ষে অর্জন সম্ভব নয় (আপনার পক্ষে সম্ভব নয় এ কথাটি এজন্য বললাম যে , যারা খুব ভাল ছাত্র তারাও সর্বোচ্চ 3.50 থেকে 3.70 পয়েন্ট পর্যন্ত অর্জন করতে পারে) । তবে 1 পয়েন্ট হলেই আপনার সেকেন্ড ক্লাস হবে সেইবলে নর্মাল পড়ালেখা করবেন না । যতটা পয়েন্ট এগুতে পারবেন ততই আপনার সার্টিফিকেট এর মান বাড়বে । তাই ভাল করে পড়ালেখা করুন ।

Talk Doctor Online in Bissoy App