মোট প্রাপ্ত পয়েন্টকে মোট সাবজেক্ট(অপশনাল ছাড়া) দিয়ে ভাগ করে গ্রেডিং পয়েন্ট বের করা হয় । এক্ষেত্রে অপশনাল সাবজেক্টসহ মোট আটটি সাবজেক্টে A+ পেলে এবং বাকিগুলোতে A পেলে রেজাল্ট GPA 5.00 দেয়া হয় । আপনি যদি সাবজেক্টে GPA 4.00 পেতে চান তবে 12 টি সাবজেক্টে আপনাকে মোট 44 পয়েন্ট(অপশনাল সাবজেক্ট থেকে 2পয়েন্ট বাদ দিয়ে) পেতে হবে । আপনি যদি অপশনাল সহ ছয়টি বিষয়ে A পান (22 পয়েন্ট) তিনটিতে A+ (15পয়েন্ট) একটিতে B(3 পয়েন্ট) এবং বাকী দুটিতে C(4 পয়েন্ট) পান তবে রেজাল্ট হবে 44/11=4 পয়েন্ট ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ