আমি ssc তে 3.22 পেয়েছি এখন এলএলবি পড়তে চাইলে hsc তে কত পয়েন্ট লাগবে আর আমি কী এলএলবি পড়তে পারব এলএলবি পড়তে নিম্নতম কত পয়েন্ট লাগে
Share with your friends
Call

ঢাকা বিশ্ববিদ্যালয় : ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে আইন বিষয়ে পড়ার সুযোগ। আইন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. শাহনাজ হুদা জানান, অনুষদের মোট আসন সংখ্যা ১৩০। ভর্তি করা হয় 'খ' ইউনিটের মাধ্যমে। এ ছাড়া 'ঘ' ইউনিটে বিভাগ পরিবর্তন করেও ভর্তির সুযোগ রয়েছে। পরীক্ষা হয় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে। এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ ৭.০০ (চতুর্থ বিষয় বাদে) থাকলে আবেদন করা যাবে 'খ' ইউনিটে। 'ঘ' ইউনিটে মানবিকে ৭.০০, বিজ্ঞানে ৮.০০ ও ব্যবসায় শিক্ষায় ৭.৫০ থাকলে আবেদন করা যাবে। ওয়েব : www.univdhaka.edu জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে মোট আসন ৫০টি। আইন বিভাগের চেয়ারম্যান ড. মো. শাহাব উদ্দিন জানান, আবেদনের জন্য বিজ্ঞান শাখার ছাত্রছাত্রীদের দুই পরীক্ষা মিলিয়ে ৮ পয়েন্ট এবং কলা ও বাণিজ্য শাখার ছাত্রছাত্রীদের ৭.৫০ থাকতে হবে। মোট ৬০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানের পাশাপাশি বুদ্ধিভিত্তিক প্রশ্নের উত্তর দিতে হবে। ওয়েব : www.juniv.edu রাজশাহী বিশ্ববিদ্যালয় : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে আসন সংখ্যা ১০০টি। বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান জানান, ভর্তির জন্য বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষা মিলিয়ে ৮.৫০, বাণিজ্য বিভাগ থেকে ৮.০০ এবং কলা বিভাগ থেকে ৭.০০ পয়েন্ট থাকতে হবে। ৬০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আইন বিভাগের জন্য 'ঘ' ইউনিটে আলাদা পরীক্ষা হবে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা হবে। ওয়েব : www.ru.ac.bd চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদের অধ্যাপক জাকির হোসেন জানান, ১২৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা হবে 'ই' ইউনিটের মাধ্যমে। আবেদনের ন্যূনতম যোগ্যতা এসএসসি ও এইচএসসি পরীক্ষা মিলিয়ে ৭ পয়েন্ট। ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। এর মধ্যে বাংলা ৩০, ইংরেজি ৫০ এবং সাধারণ জ্ঞানে ২০ নম্বর থাকবে। ওয়েব : www.cu.ac.bd জগন্নাথ বিশ্ববিদ্যালয় : আইন বিষয়ে আসন সংখ্যা ১০০টি। বিভাগের চেয়ারম্যান ড. সরকার আলী আক্কাস জানান, ভর্তির ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান, বাণিজ্য বিভাগে এসএসসি ও এইচএসসি মিলিয়ে ৭.৫০ এবং মানবিক বিভাগে ৭.০০। ১০০ নম্বরের পরীক্ষা হবে। ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে। ওয়েব : www.jnu.ac.bd ইসলামী বিশ্ববিদ্যালয় : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে এলএলবি অনার্স কোর্সে ভর্তির জন্য 'ছ' ইউনিটের মাধ্যমে আবেদন করতে হবে। এসএসসি ও এইচএসসি মিলিয়ে বিজ্ঞান বিভাগে ৭.০০, মানবিক ও বাণিজ্য বিভাগে ৬.৫০। আইন ও মুসলিম বিধানে আসন সংখ্যা ৮০টি এবং ইসলামী আইনে ৬০টি। ৮০ নম্বরের পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও ইসলামী আইন বিষয়ে। ওয়েব : www.iu.ac.bd জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ডিগ্রি স্নাতক বা স্নাতকোত্তর করেও অনেকে আইন বিষয়ে ডিগ্রি নিতে চান। তাঁদের জন্য এ সুযোগ করে দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের আইন কলেজগুলোতে এ বিষয়ে পড়ানো হয়। দেশের সরকারি ও বেসরকারি ল' কলেজগুলোয় দুই বছর মেয়াদি এলএলবি কোর্সে ভর্তির সুযোগ পাওয়া যাবে। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এলএলবি কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তির যোগ্যতা : ন্যূনতম স্নাতক অথবা সমমানের ডিগ্রি পাসের যোগ্যতা থাকতে হবে। তিনটি পরীক্ষার যেকোনো একটিতে দ্বিতীয় বিভাগ বা জিপিএ ২.০০ থাকতে হবে। আবেদনের নিয়মাবলি : আবেদনপত্র পাওয়া যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ ওয়েবলিংকে_ www.nuadmission .info/llb । আবেদনপত্র ডাউনলোডের পর পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র ও সত্যায়িত ছবিসহ সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। যাঁরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিরত তাঁরা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ভর্তির আবেদন করতে পারবেন। ভর্তি ফি : শিক্ষার্থীদের ভর্তি ফি বাবদ মোট ৫৫০ টাকা জমা দিতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে যাঁরা ভর্তি হতে পারবেন না, তাঁদের অতিরিক্ত ৩৫০ টাকা বিলম্ব ফি দিতে হবে। বিলম্ব ফি ছাড়া কলেজে ভর্তির শেষ তারিখ ৯ অক্টোবর। বিলম্ব ফিসহ ভর্তির শেষ তারিখ ৬ নভেম্বর। ঘরে বসে বিদেশি ডিগ্রি বাংলাদেশে বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে, যারা লন্ডন বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম অনুযায়ী তিন বছর মেয়াদি এলএলবি অনার্স পড়িয়ে থাকে। এ ডিগ্রি অর্জন করার পর বাংলাদেশে এলএলএম বা লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বার এট ল' করার সুযোগ পাওয়া যাবে। ভঁূইয়া একাডেমী : তিন বছর মেয়াদি এলএলবি অনার্স কোর্স করানো হয়। কোর্সটিতে ভর্তির ন্যূনতম যোগ্যতা এইচএসসি পাস। বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর। তিন বছর মেয়াদি এ কোর্সটিতে মোট টাকা জমা দিতে হবে সাত লাখ। যোগাযোগ : হাউস নম্বর-১৩, রোড নম্বর-৭, ধানমণ্ডি, আ/এ, ঢাকা। নিউ ক্যাসেল ল' একাডেমী : ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা থাকতে হবে এইচএসসি পাস, বয়স ১৮ বছর। প্রথমে ডিপ্লোমা ইন ল'তে ভর্তি হতে হবে। সব মিলিয়ে এলএলবি কোর্সের মেয়াদ তিন বছর। তিন বছরে গুনতে হবে প্রায় সাড়ে সাত লাখ টাকা। যোগাযোগ : বাড়ি নম্বর-৩২/১, রোড নম্বর-৩, ধানমণ্ডি, ঢাকা। ব্রিটিশ স্কুল অব ল' : এলএলবি অনার্স করতে সময় লাগবে তিন বছর। ন্যূনতম যোগ্যতা এইচএসসি পাস। বয়স ১৮ বছর। ফি প্রায় সাত লাখ টাকা। যোগাযোগ : বাড়ি নম্বর-২১, রোড নম্বর-৩৫, গুলশান-২, ঢাকা। লন্ডন কলেজ অব লিগ্যাল সার্ভিস : এলএলবি অনার্স করতে মোট সময় লাগবে তিন থেকে চার বছর। কোর্সটিতে ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা এইচএসসিতে ৩.৫০। বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর। তিন বছর মেয়াদি অনার্স কোর্স করতে ব্যয় হবে ৯ লাখ টাকা এবং চার বছর মেয়াদি কোর্সে ১০ লাখ টাকা। ঠিকানা : ৫৮ কলাবাগান, শহীদ আ. মতিন রোড, ঢাকা। বেসরকারি বিশ্ববিদ্যালয়েও আছে সুযোগ ব্র্যাক বিশ্ববিদ্যালয় : ব্যাচেলর অব ল' প্রোগ্রামে ৪ বছর মেয়াদি এ অনার্স প্রোগ্রামের সেমিস্টার সংখ্যা ১২। খরচ হবে প্রায় সাত লাখ টাকা। আবেদনকারীকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ পেতে হবে। ওয়েব : www.bracuniversity.net নর্দান বিশ্ববিদ্যালয় : ৪ বছর মেয়াদি এলএলবি অনার্স পড়ার সুযোগ আছে। কোর্সটিতে গুনতে হবে তিন লাখ ৪১ হাজার ৬০০ টাকা। আছে ৬ সেমিস্টারের ২ বছর মেয়াদি কোর্স। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম ২.৫০ পেতে হবে। ওয়েব : www.nub.ac.bd স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় : ৪ বছর মেয়াদি ব্যাচেলর কোর্সে খরচ হবে দুই লাখ ৫২ হাজার টাকা। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ২.৫০ পেতে হবে। ওয়েব : ww.stamforduniversity.edu.bd আশা বিশ্ববিদ্যালয় : ৪ বছর মেয়াদি এলএলবি অনার্স কোর্স করতে খরচ পড়বে মোট দুই লাখ ৫৬ হাজার ৬০০ টাকা। এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ২.৫০ পেতে হবে। ওয়েব : www.asaub.edu.bd ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক : ব্যাচেলর অব ল' পড়তে পারেন। ৪ বছর মেয়াদি ৮ সেমিস্টারের কোর্সে গুনতে হবে দুই লাখ ৩২ হাজার টাকা। আবেদন করতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ২.৫০ পেতে হবে। ওয়েব : www.uap-bd.edu ইস্টার্ন বিশ্ববিদ্যালয় : ৪ বছর মেয়াদি এলএলবি অনার্স প্রোগ্রামে গুনতে হবে প্রায় ৩ লাখ টাকা। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম ২.৫০ পেতে হবে। ওয়েব : www.easternuni.edu.bd প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় : ৪ বছর মেয়াদি প্রোগ্রামে খরচ পড়বে এক লাখ ৯৩ হাজার টাকা। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ২.৫০ পেতে হবে। ওয়েব : www.primeasia.edu.bd স্টেট বিশ্ববিদ্যালয় : আবেদনকারীকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ২.৫০ পেতে হবে। খরচ পড়বে দুই লাখ বাইশ হাজার টাকা। ওয়েব : www.sub.edu.bd

Talk Doctor Online in Bissoy App