রুটিন এটি সম্পূর্ণই নিজের ব্যাপার। কেননা একেক জনের পড়ার রুচি একেক রকম। আপনাকে প্রথমে নির্দিষ্ট করতে হবে আপনার কতটি বই ও কত ঘন্টা সময়। তারপর কোন বইটি কতক্ষণ পড়বেন সেটিও আপনাকে নির্দিষ্ট করতে হবে। কেননা সকল বই এক রকম নয়। কোন বই কঠিন কোন বই সহজ। সর্বশেষে আনুপাতিক হারে প্রতি বইয়ের সহজতা ও কঠিনতার প্রতি লক্ষ রেখে সময় নির্ধারণ করবেন।

উল্লেখ্য, মানুষের মেজাজ সবসময় এক রকম থাকে না। মনে করুন আপনি ঠিক করলেন প্রতিদিন ৯টা থেকে ১০টা প্রর্যন্ত ইংরেজি পড়বেন। কোন সময় দেখা যাবে আপনার এই সময়টায় ইংরেজি পড়তে ভাল লাগবে না, বা অন্য বই পড়ার চাপ বেশি থাকবে। তাই রুটিন তৈরী করার সবচেয়ে উত্তম পদ্ধতি হল, যখন যেই বই পড়তে মনে চায় বা যেই বই পড়ার চাপ থাকে তখন সেই বই টাই পড়া। এতে আপনার পড়ার প্রতি যেমন মনোযোগ বাড়বে তেমনি পড়াও তাড়াতাড়ি মুখস্ত হবে। এ পদ্ধতি অবলম্বন করলে আপনাকে অবশ্যই সময়ের প্রতি লক্ষ রাখতে হবে। কেননা দেখা যাবে আপনি এক বই পড়তে পড়তে সব সময় শেষ করে ফেললেন অথচ অন্য বই ধরার সময়ই হল না। এতে আপনার না ধরা বইটা কাঁচা থেকে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ