রমজান মাসে রোজা রেখে  সারাদিন টিভি দেখে  ।  

এতে কি ওর রোজা হবে ।  আর এ বছর কিভাবে আমরা

ওকে টিভি দেখা থেকে বিরত রাখবো । 


শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

রোজা ঠিকই পালন করা হবে। 

টিভি দেখলে রোজা ভঙ্গ হয় না।

রোজা ভঙ্গ হওয়ার কারন গুলোর 

মধ্য টিভি দেখলে রোজা ভেঙ্গে  যাবে 

এমন কিছু নেই। 

তবে টিভিতে অশ্লীন কিছু দেখে বা রোজা ভঙ্গের

কোনো কাজ করলে রোজা ভঙ্গ হয়ে যাবে।

.

রোজা পালন করা হলেও টিভিতে বা মোবাইলে 

ইসলাম সমর্থন করে না এমন প্রগ্রাম  দেখলে 

তার জন্য আল্লাহ শাস্তি দিবেন। 

.


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ