শেয়ার করুন বন্ধুর সাথে
remixinfo

Call

জেনারেল শিক্ষা সহজ, সাবজেক্ট বেশি, কর্মসংস্থানের ক্ষেত্র বেশি, পদমর্যাদাপূর্ণ  পদ সংখ্যা বেশি প্রতিযোগিতাও বেশি। আর কারিগরি শিক্ষা একটু কঠিন, সাবজেক্ট কম, কর্মসংস্থানের ক্ষেত্র কম, পদমযাদাপূর্ণ পদ সংখ্যা কম কিন্তু তুলনামুলক ভাবে জেনারেলের চেয়ে কারিগরিতে প্রতিযোগী কম। সাধারণত দেখা যায় কারিগরি বিষয়ে যারা পড়া-লেখা করেন তাঁদের মাঝে বেকারত্বের সংখ্যা কম। তাঁদের কোন না কোন ভাবে কর্মসংস্থান হয়ে যায়। সরকারি, বেসরকারি কিংবা ব্যক্তি উদ্যোগে তাঁরা কোন না কোন কাজ করে থাকেন। এবং বিদেশেও তাঁদের চাহিদা বেশি।

তবে, সবচেয়ে বড় কথা হলো পড়ার মত পড়তে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ