আপনি ক্রিম ছাড়াও কিছু ঘরোয়া পদ্ধতি অনুসরণ করে ব্রণের আধিক্য কিছুটা কমাতে পারেন। যেমন- ১)বেশি করে পানি খাবেন। ২)ত্বক সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন ৩)তেলের খাবার কম খাবেন ৪)রাতে ঘুমাতে যাবার আগে হালকা সাবান বা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিবেন। ৫)ঘুমানোর সময় বালিশের ওপর পরিষ্কার কাপড় ব্যবহার করবেন এবং প্রতিদিন ধুয়ে ব্যবহার করবেন। কখনোই একদিনের ব্যবহার করাটা পরের দিন না ধুয়ে ব্যবহার করবেন না। ৬)গোসলের সময় কাপড়ে সাবান দিয়ে ঘষামাজা করার অভ্যাস অনেকের রয়েছে। এটা করা যাবে না। ৭)বাজারের সস্তা পণ্য যা ত্বকের জন্য ক্ষতিকর এমন কিছু ব্যবহার করবেন না। ৮)দিনে কিছু না হলেও অন্তঃত কয়েকবার পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিন। ৯)রাত জাগা যাবেনা অর্থাৎ,পরিমান মত ঘুমাবেন দৈনিক ৭-৮ ঘন্টা। ১০)সর্বোপরি হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Yakub Ali

Call

ক্রিম ব্যবহার করে মুখ ফ্রেশ রাখার চাইলে

ব্রণ সমস্যা নিয়ন্ত্রণ করা জরুরী।

ক্রিম ব্যবহারে অনেকের এই ধরণের সমস্যা

দেখা দেয়, ক্রিম ব্যবহার বন্ধ রাখুন, নিয়মিত

দিন দুইবার ফেসওয়াশ ব্যবহার করুন, ব্রণের

ব্রণ সমস্যা দূর হবে পাশাপাশি মুখ ফ্রেশ

থাকবে, Garniar achnofight ব্যবহার করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ