দরূদ পাঠ একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত আমল। ইসলামী শরীয়াতে যৌথভাবে দরূদ পাঠের কোনো বিধান নেই। কাকতালীয়ভাবে কিংবা শেখানোর উদ্দেশ্যে হলে তাতে কোনো সমস্যা নেই। মাজহাব মানে চলার পথ। কুরআন সুন্নাহ নির্ভর পথ পদ্ধতিই হলো মাজহাব। এ মাজহাব তো একজন মুসলিমকে মানতেই হবে। তবে শাখাগত বিষয়ে কিছুটা মতবৈচিত্র সৃষ্টি হয়েছে ফকীহগণের মাঝে। এটা সাহাবা তাবিয়ী যুগেও ছিল। তো এমন মতবৈচিত্রপূর্ণ বিষয়ে তো একটি মত গ্রহণ করতে হবে। দুটি বা ততোধিক মত গ্রহণ করার তো কোনো সুযোগ নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ