বেতের নামাজে দোয়া কুনুত ছাড়া পড়ে গেলে করণীয় কী?
শেয়ার করুন বন্ধুর সাথে

বেতের নামাজে দোয়া কুনুত পড়া ওয়াজিব। দোয়া কুনুত ছাড়া নামাজ হবে না। কারো যদি দোয়া কুনুত ছুটে যায়, আর সেটা সালাম ফেরানোর আগে যে কোনো সময় স্মরণ হয়, তাহলে সে সাহু সিজদা করবে। সাহু সিজদার নিয়ম হল- শেষ বৈঠকে আত্তাহিয়্যাতু পড়ার পর শুধু ডান দিকে সালাম ফেরাবে। এরপর (নামাজের অন্য সিজদার মতোই) দুটি সিজদা করবে। এরপর পুণরায় তাশাহহুদ, দরুদ ও দোয়া মাসুরা পড়ে উভয় দিকে সালাম ফেরাবে। এভাবে করলে তার নামাজ হয়ে যাবে। কেউ যদি একেবারে নামাজ শেষ করে ফেলে, আর পরবর্তীতে তার স্মরণ হয় যে, সে দোয়া কুনুত পড়েনি, তাহলে তাকে ওই বেতের নামাজটি পুণরায় পড়তে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ