চাকরী করতে অবশ্যই নিজের মনমানসিকতা ও ইচ্ছা অনিচ্ছাকে গুরুত্ব দিতে হবে । আপনার মন যেখানে ভালো বোধ করবে সেখানেই আপনার কাজ করা উচিত । আপনি যদি এই চাকরী ছাড়ার পর অন্য চাকরী পেয়ে যাবেন বলে আত্মবিশ্বাসী থাকেন এবং ঐ চাকরীতে বর্তমানের তুলনায় বেশী বেতন পাবেন বলে নিশ্চিত থাকেন তবে চাকরীটা ছাড়বেন । নয়তো অনিয়শ্চয়তার পথে চলমান কোন চাকরি ছেড়ে দেয়া বোকামি হবে । আর বর্তমান বস বেতন কি পরিমাণ বাড়াবেন ,তাতে আপনার পোষাবে কি না তাও আলোচনা করে দেখুন । যদি মনমতো না হয় তবেই চাকরী ছাড়ুন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ