ঘুমের মধ্যে কেউ যদি দীর্ঘ সময় যাবৎ উত্তেজক স্বপ্ন দেখে,কিন্তু এতে তার বীর্যপাত হলো না।তবে পর জেগে উঠে দেখা গেলো লিঙ্গের আগায় সামান্য পরিমান কামরস (কামস ফ্লুইড) এসে জমা হলো।তাহলে কি গোসল ফরজ হবে?
শেয়ার করুন বন্ধুর সাথে

 যদি বীর্যপাত না হয়, তাহলে গোসল 

করা ফরজ নয়। চাই যত উত্তেজক

স্বপ্নই দেখুক না কেন!

আর কামরস (যেটাকে আরবিতে মযী 

বলা হয়) এর কারণে গোসল ফরজ 

হয় না। কামরস বের হলে শুধু লিঙ্গ 

এবং যে জায়গায় লাগবে, সে জায়গা 

ধুয়ে নিলেই হবে। 

তবে নিশ্চিত হতে হবে, এটা শুধু কামরস, 

নাকি বীর্য। বীর্য হলে গোসল করতে

হবে। আর বীর্যপাত না হলে গোসল

করতে হবে না। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ