শেয়ার করুন বন্ধুর সাথে

হ্যাঁ, ইমাম বুখারি রাহিমাহুল্লাহর মতে 

সালাতে ইমামের পেছনে সুরা ফাতেহা 

পড়তে হবে। এ মর্মে তিনি তার সহিহ

বুখারিতে বেশ কয়েকটি হাদিস বর্ণনা

করেছেন। যেমন- 

ইমামের পিছনে সুরা ফাতেহা না

তার সালাত বাতিল, নতুবা অশুদ্ধ অথবা

তা আংশিক ।

‘ ঐ ব্যক্তির ছালাত সিদ্ধ নয়, যে ব্যক্তি

সুরায়ে ফাতিহা পাঠ করে না’-

বুখারী ২য় খণ্ড হা/৭২০ ইঃফাঃ 

.

কিন্তু এ ব্যাপারে আরো বিভিন্ন হাদিস রয়েছে। 

যেগুলোর দ্বারা ইমামের পিছনে সুরা

ফাতেহা পাঠ করতে নিষেধ করা হয়েছে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ