Junait

Call

আপনার মেধার উপর বিষয়টি নির্ভরশীল।

পলিটেকনিকে পড়ালেখার মুল বিষয় কারিগরি

শিক্ষা যা সাধারণত কোচিং  এ করানো হয় না।

নিয়মিত পড়ালেখা করলে প্রাইভেট পড়ার প্রয়োজন

হয় না। 

সাধারণত পলিটেকনিকের শিক্ষার্থীরা আলাদা করে

কোচিং সেন্টারে পড়ালেখা করে না। 

তবে আপনি যদি কোনো বিষয়ের উপর দূর্বলতা

হয়ে থাকেন/মনে করেন / প্রাইবেট পড়ার প্রয়োজন

মনে করেন সেই বিষয়টির উপরে অতিরিক্ত

পড়ালেখা করতে পারেন।

মনে রাখবেন.... অনেকে ৪/৫ টা প্রাইবেট পড়েও

পাশ করতে পারে না আবার অনেকে নিজের 

মেধার বিকাশেই পড়ালেখাকে জয় করে নেয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ