একথা পুরো  যুক্তিহীন। বাংলাদেশের  বেশিরভাগ ডিপ্লোমা পড়ুয়া স্টুডেন্ট ভাল ভাবে কোন কিছু  শিখে না। তাদের থাকে না কোন বাস্তব অভিজ্ঞতা। কোন রকমে পরিক্ষার আগে বই পড়ে পাশ করে। তাহলে শেখার যদি এই রকম অবস্থা  হয়। তাহলে কিভাবে ভাল জব পাবে। হ্যাঁ মানতে হবে বাংলাদেশে চাকরির ক্ষেত্র কম। কিন্তু বাংলাদেশে রয়েছে দক্ষ লোকের অভাব। তাই ভালভাবে শিখলে অবশ্যই চাকরি আছে। বেতনের ব্যাপারটা বলতে পারতেছি  না। এটা নির্ভর করবে কোম্পানি ও আপনার স্কিলের উপর।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

পলিট্যাকনিক্যালে পড়লে চাকরি পাওয়া যাবে না, একথাটি ভুল। বরং তাড়াতাড়ি সরকারি চাকরি লাভের আশায়ই অনেকে পলিটেকনিক্যালে পড়াশোনা করে। পদ অনুযায়ী বেতনের তারতম্য রয়েছে। পলিটেকনিক্যালে পড়ালেখা করে আপনি ১৫-২০ হাজার+ বেতনের চাকরী পেতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Junait

Call

পলিটেকনিক্যালে পড়ে কোনো লাভ নেই এটি

ভিত্তিহীন কথা এবং কোনো মূখ্য ছাড়া এধরনের 

কথা বলবে না।

ডেপার্টমেন্ট,  দক্ষতা,  রেজাল্টের উপর 

নির্ভর করছে চাকুরির বিষয়টি। 

কারিগরি জ্ঞান থাকলে/ 3.00 পয়েন্ট বা এর বেশি

পেলে চাকুরি নিশ্চিত হবে। 

বেতনের বিষয়টিও দক্ষতার উপর নির্ভরশীল।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

জেনারেল থেকে পড়ে সবাই ১০০% সফল হয় না।

তেমনি পলিটেকনিকে পড়েও সবাই ১০০% সফল হয় না।

সো আপনাকে বুঝতে হবে।

আপনাকে যিনি এ কথা বলেছে সেটা ভূয়া।

তার মানে কি সে বলতে চায় যে পলিটেকনিকে আজ পর্যন্ত যারা পরেছে তারা সবাই বেকার,

আর জেনারেলে যারা পরেছে তারা সবাই সফল...???

সমীকরণ বের করেন কারা বেশি বেকার,আশা করছি উত্তর পেয়ে যাবেন...।

আর হ্যা যারা জীবনে সফল হয়নি তারাই আপনাকে সেখানে যেতে আটকাবে।

তারা সফল হতে পারেনি বলে কি আপনিও পারবেন না...।

জীবনে সফল ব্যক্তিদের থেকে পরামর্শ নেয়ার চেষ্টা করবেন।

আশা করছি তাহলে সফল হবার রাস্তাও আপনার জন্য সহজ হবে।

ব্যর্থ ব্যক্তিদের কাছ থেকে বুদ্ধি নিলে জীবনেও উন্নতি সম্ভব নয়...।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

পলিটেকনিক্যালে পড়ে লাভ নেই আপনার ভাইয়ের এ ধারনাটা ভূল বরং পলিটেকনিক্যালে পড়ে তাড়াতাড়ি কোনো চাকরি পাওয়া যায়। আপনি পলিটেকনিক্যালে পড়ে ২০০০০-২৫০০০ এর বেতনের চাকরি নিতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ