Call

হয়ত বা সাবানটা ভাল নয় এটা সবাই জানে আবার এটাও হতে পারে যে সবাই আপনার কথায় মজা পেয়েছেন কিন্তু দোকানদার লজ্জা পেয়েছেন। এমন অনেক কিছুই হতে পারে কিন্তু দোকানদার কেন হাসলনা এটা দোকানদারই ভালো জানেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এখানে দুটি কারন থাকতে পারে- ১: কারন তার দোকানে চাউল ছিল না। দোকানদার হাসে নাই কারন সে এত উত্তর দিয়েও কিছু বেচতে পারবেনা এজ্যন। ২: চাউল দিতে হাতের ব্যবহার হয় না। তাই হাত ধোয়ার কথায় দোকানদার অপমানিত হয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
FHHRIDOY

Call

দোকাদার আপনার প্রতি ক্ষেপে গেছে তাই তার হাসেনি । কারণ:আপনি সারাক্ষন সাবানের কথা জীঙ্গাসা করে শেষে চাউল কিনতে চাইছেন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Sintuorang

Call

আসলে এই সময় দোকান দার হয়তো এমন পরিস্থতি ছিলো হাত দিয়ে এই অবস্থায় এক কেজি চাল মেপে দিতে পারতেন না . যেমন- কোনো এসিড বা বিষাকতো কিছু হাত দিয়ে পরিমাপ করছিলেন যা ভালো সাবান দিয়ে হাত ধুয়ারি দরকার ছিলো

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আমি বললাম আচ্ছা ঠিকাছে ঔ সাবানটা দিয়ে ভালো করে হাত ধুয়ে ১ কেজি চাল দিন তো। দোকানি বুঝেছিল যে আমি তাকে ঔ সাবানটা আমাকে দেওয়ার পর ভালো করে হাত ধুয়ে তার পর ১ কেজি চাল চেয়েছি তাই দোকানদারের কোন হাঁসি এলোনা। কিন্তু অন্যরা ভেবেছিল আমি দোকানী কে ঔ সাবানটা দিয়েই হাত ধুতে বলেছি, তার পর ১ কেজি চাল চেয়েছি তাই তারা হেসেছিল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সাধারনত দোকানদারের হাত পরিষ্কার থাকে অথবা চাউল হাত দিয়ে দেয় না। আপনার হাত ধোয়ার কথা বলা শুনে অন্যরা আপনার সাথে ঠাট্টা করেছে। আর দোকানদার লজ্জা পেয়েছে বা ছোট হয়েছে। তাই দোকানদার হাসেনি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ