Call

উত্তর : গাড়িটা যখন আপনার পাশ কাটিয়ে চলে যাবে ঠিক সেই মহূর্তে গাড়িটার গতি আপনার কাছে ১০০ কিলোমিটার নয় মনে হবে ২০০ কিলোমিটার। এমনকি আপনার ওই চলন্ত গাড়িতে বসে স্পিডমিটার দিয়ে গাড়িটার গতি মাপলেও একই ফল পাবেন। গাড়ি চললেও আপনি আপনার গাড়ির সাপেক্ষে স্থির। তাই চলন্ত গাড়ি ভেতর থেকে বাইরে তাকালে মনে হবে গাছপালা বৈদ্যুতিক টাওয়ার ঘরবাড়ি সব পেছন দিকে সরে যাচ্ছে আর আপনি স্থির রয়েছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ