ধুমপানের অভ্যাস থাকলে বাদ দিন।ধুদের সর ঠোটে ম্যাসেজ করুন।লেবুর রস ভালো কাজ দেয়।লেবু কেটে ঠোটে ঘষতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

দুধের সাথে লেবুর রস মিশিয়ে তুলা দিয়ে ঠোঁটে হালকা           ঘষুন, কালো ভাব কিছুটা দূর হবে৤।

ব্রাশ করার সময়ও ঠোঁটে হালকা ঘষতে পারেন।  এতে আপনার

ঠোঁটের উজ্জলতা বৃদ্ধি  পাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
MdMahiuddin

Call

ঠোট লাল করতে চাইলে আমিও প্রথমে বলবো ধুপানের অভ্যাস থাকলে ছেড়ে দিন।দিনে দুইবারের বেশি চা বা কফি খাবেন না।অ্যালকোহল খাওয়া থেকে বিরত থাকুন।খরম খাবার খাবেন না।এতে ঠোট আরও কালো দেখাবে।একটু ঠান্ডা করে খাবার খান।প্রতিদিন গ্লিসারিন,অলিভ অয়েল, মধু ও গোলাপ জল একসাথে মিশিয়ে ঠোটে লাগান।রাতে ঘুমানোর আগে নারিকেলের তেলের সাথে বাদাম তেল মিশিয়ে ঠোটে লাগান।সপ্তাহে দুইদিন এভাবে করলে ঠোটের উজ্জলতা পাবেন।সুত্র:রূপসজ্জা

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ