এটি একটি নতুন রক্ষাকারী গ্লাস।
শেয়ার করুন বন্ধুর সাথে
AbdulHalim

Call

গরিলা গ্লাস Smart Phoner Protection হিসাবে অনেক জন প্রিয়। সাম্প্রতিক করনিং উন্মুক্ত করলো আরো শক্তি শালী নতুন গরিলা গ্লাস ৪। এটা তাদের নতুন প্রজন্ম, এর আগের প্রজন্ম গরিলা গ্লাস ৩। নতুন প্রজন্ম গ্লাস ৪, গ্লাস ৩ এর এর থেকে আরো বেশি পাতলা এবং আরো বেশি মজবুত। এটি মাত্র ০.৪ মি.মি. পাতলা (গরিলা গ্লাস ৩ ছিল ০.৭ মি.মি.) আর আরও মজবুত। করনিং এর মতে গরিলা গ্লাস ৩ আর বাজারে এভেইলেবল অন্যান্য প্রোটেকশন গ্লাসের তুলনায় প্রায় দ্বিগুণ প্রোটেকশন দিতে সক্ষম। সেই সাথে এটি ড্রপ টেস্টেও অধিক ক্র্যাক রেসিস্ট্যান্ট। এর প্রোডাক্ট শিটে বলা হয়েছে এটি কোন শক্ত/রুক্ষ তলের ওপর ১ মিটার উচ্চতা থেকে পড়লেও ৮০% সময় এর কিছুই হবেনা, অক্ষত থাকবে। source: Tunepress

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ