শেয়ার করুন বন্ধুর সাথে

বেশির ভাগ মানুষেরই বিষেশ করে স্কুলের ও চাকুরির জন্য (নিয়োগ পরীক্ষার) পড়াশুনা করতে ভালো লাগেনা। এর জন্য শিক্ষা পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া যত না দায়ী- তার চেয়ে বেশি দায়ী আমাদের চিরন্তন অভ্যাস। অর্থাৎ বেশিরভাগ মানুষ জন্মগতভাবেই স্বাধীনচেতা, তারা কোন নিয়ম নীতি, বাধ্যবাধকতা মানতে নারাজ। যেমনঃ খবরের কাগজ, গল্পের বই, ইন্টারনেটে, পড়াশুনা সাধারণত ভালই লাগে। উদাহরণ স্বরুপ আপনাকে যদি গোয়ান্তানামোবে কারাগারে ছয় দিন আটকে রাখা হয় আপনার কেমন লাগবে? পক্ষান্তরে যদি বলা হয় পর্যটক হিসেবে গোয়ান্তানামোবেতে ছয় দিনের জন্য যাবেন, তখন কিন্তু আপনার আর আগের মত লাগবেনা। আমার কাছে পড়াশুনা ব্যাপারটা এরকম মনে হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ