শেয়ার করুন বন্ধুর সাথে
Call

#9 ইংরেজি বড় শব্দের বানান মুখস্থ করে মনে রাখা অনেক কষ্ট সাধ্য একটা ব্যাপার, আপনি যদি মুখস্থ করতে পারেনও তবুও এক বা দুই দিনের ব্যবধানে তা ভুলে যাবেন। মুখস্থ করা কোন সময়ই ইংরেজি শব্দ মনে রাখার কোন প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ ট্রিকস না। তাই একটু মুখস্থ করার চেয়ে কিছু ট্রিক্স করে পড়া অনেক ফলস্ফু্ত হয়। আপনি যদি ইংরেজি শব্দ উচ্চারণ করেন তবে ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করলে যেমন সহজে শব্দের অর্থঃ পাওয়া যায় তেমনি ভেঙ্গে ভেঙ্গে শব্দের উচ্চারণ মুখস্থ করলেও সহজে মুখস্থ হয়। যেমনঃ

Dis appearing এর অর্থঃ অদৃশ্য এইটা আপনি মুখস্থ করে দেখুন কত সময় লাগে।
আর এখন Dis -ap-ppear-ing এভাবে পড়েন দেখেন কত সুবিধা হয়।

এইভাবে আরো কিছু শব্দ অনুশীলন করুন। দেখবেন অনেক সহজ হয়ে যাচ্ছে এবং এটি অনেক ফলশ্রুত একটি ট্রিকস হবে।
আপনি নিজে একটি বাক্য তৈরি করুনঃ

সহজে ইংরেজি শব্দের উচ্চারণ মনে রাখার জন্য অনেক ফলস্ফুত একটি ট্রিকস হল নিজে একটি শব্দের উচ্চারণ দিয়ে বাক্য তৈরি করা। এই ক্ষেত্রে ছোট একটা উদাহরণ দিলেই সব বোঝতে পারবেন।

Arithmetic – A Rat In The House Might Eat The Ice Cream এখানে Arithmetic শব্দের অর্থঃ পাটীগণিত। আপনি চাইলে কোন ট্রিকস না করে শুধু মুখস্থ করে দেখতে পারেন কতটুকু সময় দিতে হয়। এইবার একটু ট্রিকস খাটান। দেখুন Arithmetic বাক্যর পাশে এর প্রতিটি শব্দ দিয়ে একটি করে অর্থঃ বোধক শব্দ তৈরি করে কত সহজে মনে রাখা যায়। আপনি শুধু A Rat In The House Might Eat The Ice Cream এইটা মনে রাখুন এর উচ্চারণটা এমনিতেই মনে থাকবে।
রেকর্ড করে শুনে মনে রাখুনঃ

এটি আরেকটি ইংরেজি উচ্চারণ মনে রাখার গুরুত্বপূর্ণ ট্রিকস। প্রথমে শব্দগুলোর উচ্চারণ শুদ্ধ ভাবে মিনিং সহ রেকর্ড করতে হবে। যেমনঃ ABSUREঅযৌক্তিক বা হাস্যকর, BENEVOLENT দয়ালু, বদান্য। এবার গান অথবা FM শোনার ফাঁকে এগুলো শুনে আয়ত্ত করতে হবে। মনযোগ দিয়ে শুনলে ২ থেকে ৩ বারেই এটি অর্থঃ আয়ত্ত হয়ে যায়। আর শোনার পাশাপাশি লিখলে আরো তাড়াতাড়ি আয়ত্ত হয়।

প্রতিদিন অনুশীলন করুনঃ

প্রতিদিন শব্দ অনুশীলন করা একটি গুরুত্বপূর্ণ কাজ মনে রাখার জন্য। উপরোক্ত সমস্থ কৌশল আপনাকে বানান মুখস্থ ও মনে রাখতে সাহায্য করবে। কিন্তু তখনেই সর্বোচ্চ মনে রাখতে পারবেন যখন আপনি নিয়মিত ভাবে প্রতিদিন তা চর্চা করবেন। আপনি যদি নিয়মিত রুটিন মাফিক এগুলো চর্চা না করেন তবে ভুলে যাওয়াই স্বাভাবিক। কিভাবে সহজে চর্চা করতে পারবেন ! আপনি সহজ কৌশলে যে শব্দের উচ্চারণ, অর্থঃ এবং সর্মাথক বা বিপরীতার্থক শব্দ শিখেছেন সেগুলো একটা আলাদা খাতা বা নোটপ্যাডে লিখুন। এবার প্রতিটি পৃষ্ঠায় ইংরেজি বানানের অক্ষর দিয়ে দিন এবং A এর শব্দ গুলো A নং পেইজে, B এর অর্থঃ গুলো B নং পেইজে এবং C এর অর্থঃ গুলো C নং পেইজে লিখুন।

খাতা বা নোটপ্যাডের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠা নং দিন এবং খাতার প্রথম পেইজে রুলার টেনে কত নং পেইজে কোন টপিকটা লিখে রাখুন। এবার সকালে কমপক্ষে একঘন্টা দুইটা ওয়ার্ডের সব শব্দের রিভাইস দিন এবং মনে করুন। তাহলেই দেখবেন আপনার মুখস্হ করা এবং শেখা গুলো ভাল ভাবেই মনে থাকবে।

1. Questionnaire ➫ প্রশ্নমালা। ✎ Question nai re ➫ কোশ্চেন নাই রে।
2. Psychological (সাইকোলজিক্যাল) ➫ মনস্তাত্ত্বিক। ✎ Psy cholo gi cal ➫ পিসি চলো যাই কাল।
3. Assassination (এ্যাসএ্যাসিনেশন) ➫ গুপ্তহত্যা। ✎ Ass ass i nation -গাধার উপরে গাধা, তার উপরে আমি, আমার উপরে জাতি।
4. Lieutenant (লেফটেনেন্ট) ➫ সামরিক কর্মী। ✎ Lie u ten ant ➫ মিথ্যা তুমি দশ পিপড়া।
5. Assessment ➫ কর নির্ধারণ। ✎ Ass e ss men t ➫ গাধায় ই ডাবল ss মানুষেতে নাই।
6. Hallucination ➫ অমুলক / অলীক কিছু দেখা বা তাতে বিশ্বাস। ✎ Hall u ci nation-হলে তুমি! ছি জাতি।
7. Diarrhoea ➫ উদারাময়। ✎ Dia rr hoea ➫ ডায়াল করো ডাবল rr হোয়ে যাবে।
8. Bureaucracy ➫ আমলাতন্ত্র। ✎ Burea u cracy ➫ বুড়িয়া তুমি cracy.
9. Restaurant ➫ রেস্টুরেন্ট। ✎ Rest a u r ant ➫ বিশ্রাম এ তুমি আর পিপড়া।
10. Parallel ➫ সমান্তরাল। ✎ Par all e l ➫ পার করো সকলকে ই।
11. Illegitimate ➫ অবৈধ। ✎ Illeg i tim ate ➫ অসুস্থ পায় আমি টিম খেয়েছিলাম।
12. Mis cellaneous ➫ বিবিধ। ✎ Mis cell an e o us-মিস করলে একটি সেলে ই ও আমাদের সাথে থাকবে। (cell-ক্ষুদ্র কক্ষ)।

আরও কিছু প্রয়োজনীয় ইংরেজি বানান:
1) ☆ Accommodation(বাসস্থান)
2) ☆ Brilliant(মেধাবী)
3) ☆ Bulletin(বুলেটিন)
4) ☆ Burglar(চোর)
5) ☆ Challenge(চ্যালেন্জ)
6) ☆ Cigarette(সিগরেট)
7) ☆ Colonel(কর্নেল)
8) ☆ Commis sion(কমিশন)
9) ☆ Committee(কমিটি)
10) ☆ Guerrilla(গেরিলা যুদ্ধা)
11) ☆ Leis ure(অবসর)
12) ☆ Maintenance(ভরণপোষণ)
13) ☆ Millennium(সহস্রাব্দ)
14) ☆ Mis spell(ভুল বানান করা)
15) ☆ Questionnaire(প্রশ্নমালা)

কতিপয় গুরুত্বপূর্ণ ইংরেজি বানান,যেগুলো আমরা প্রায়ই ভুল করি…….
16) Aberration ➫ বিপদগামিতা/নীতিভ্রংশ
17) Accessory ➫ অপরাধের সহযোগী
18) Acclivity ➫ উর্ধ্বমুখী ঢাল/চড়াই
19) Amateur ➫ শৌখিন/অপেশাদার
20) Ammunition ➫ গোলা-বারুদের ভাণ্ডার
21) Anaemia ➫ রক্তাল্পতা
22) Anesthesia ➫ অনুভূতিবিলোপ/অবেদন
23) Apocalypse ➫ (জগতের ভবিষ্যত পরিণতি বিষয়ে) ঈশ্বরলব্ধ দিব্যজ্ঞান
24) Archipelago ➫ দ্বীপপুঞ্জ
25) Assassin ➫ গুপ্তঘাতক
26) Avaricious ➫ লোলুপ/লোভী
27) Besiege ➫ অবরোধ করা/চারিদিক থেকে আক্রমণ করা
28) Bourgeois ➫ সম্পদশালী/মধ্যবিত্ত শ্রেণীর লোক
29) Camouflage ➫ ছদ্মবেশ/কপটবেশ
30) Celestial ➫ স্বর্গীয়/দিব্য
31) Cemetery ➫ সমাধিক্ষেত্র/গোরস্থান
32) Colonel ➫ উচ্চতর পদমর্যাদার সেনাপতি/কর্নেল
33) Commemoration ➫ স্মৃতিরক্ষার্থে অনুষ্ঠান
34) Commencement ➫ সূচনা/আরম্ভ
35) Commodity ➫ পণ্যদ্রব্য
36) Complais ant ➫ সৌজন্যপূর্ণ/সন্তোষ উৎপাদনে আগ্রহী
37) Contemporaneous ➫ সমকালীন/সমসাময়িক
38) Contemptuous ➫ ঘৃণ্য/অবজ্ঞেয়
39) Councillor/Counsellor ➫ পরিষদের সদস্য/উপদেষ্টা
40) Counterfeit ➫ জাল/নকল
41) Curriculum ➫ পাঠ্যসূচি
42) Delinquency ➫ দুষ্কৃতি/অপকর্ম
43) Dilettante ➫ (কাব্য/সঙ্গীত বিষয়ে) অগভীর জ্ঞানসম্পন্ন
44) Dis ciplinarian ➫ কঠোর শাসক
45) Dyspepsia ➫ অজীর্ণ রোগ/বদহজম
46) Elephantiasis ➫ গোদ/পা ফোলা রোগ
47) Embarrassment ➫ অস্বস্তি/মানসিক দুশ্চিন্তা
48) Encyclopedia ➫ বিশ্বকোষ/জ্ঞানকোষ
49) Erroneous ➫ অশুদ্ধ/ভ্রান্ত
50) Etiquette ➫ শিষ্টাচার/নম্র আচরণ
51) Etiquette ➫ নম্র আচরণ/শিষ্টাচার
52) Exaggerate ➫ অতিরঞ্জিত করা
53) Factitious ➫ অস্বাভাবিক/কৃত্রিম
54) Flicker ➫ মিট মিট করা
55) Gargantuan ➫ প্রকাণ্ড/সুবিপুল/দানবীয়
56) Grandeur ➫ মহিমা/বিশালতা
57) Gymnasium ➫ শরীরচর্চা কেন্দ্র
58) Hereditary ➫ বংশানুক্রমিক/কৌলিক
59) Hippopotamus ➫ জলহস্তী
60) Homogeneous ➫ সমজাতীয়
61) Honorary ➫ অবৈতনিক/সম্মানসূচক
62) Humorous ➫ রসিকতাপূর্ণ
63) Hyacinth ➫ কচুরিপানা
64) Idiosyncrasy ➫ স্বভাব বৈশিষ্ট্য/আচরণ
65) Inapplicable ➫ অপ্রযোজ্য/অনুপযুক্ত
66) Incorrigible ➫ অশোধনীয়/অপ্রতিকার্য
67) Infinitesimal ➫ অতিক্ষুদ্র/অনীয়ান
68) Inheritance ➫ উত্তরাধিকার
69) Interruption ➫ ব্যাঘাত/বিঘ্ন/বাধা
70) Irreconcilable ➫ বিসঙ্গত/অসদৃশ
71) Irresponsible ➫ দায়িত্বহীন/বেপরোয়া
72) Irreversible ➫ অপরিবর্তনীয়
73) Itinerant ➫ পরিভ্রমী/ভ্রমণশীল
74) Jewelry ➫ রত্নখচিত অলঙ্কারাদির সমগ্র
75) Magniloquent ➫ বাগাড়ম্বরপূর্ণ/বড় বড় কথা বলে এমন
76) Malediction ➫ অভিশাপ
77) Manoeuvre ➫ কৌশল
78) Masquerade ➫ ভান বা ছদ্মবেশ ধারণ করা
79) Mediterranean ➫ ভূমধ্যসাগরীয়
80) Mellifluous ➫ সুমধুর/সুললিত
81) Mellifluous ➫ সুমধুর/সুললিত
82) Mercenary ➫ ভাড়াটে সৈনিক বা কর্মী
83) Millennium ➫ সহস্রাব্দ/বর্ষসহস্রক
84) Millionaire ➫ কোটিপতি/অতি ধনাঢ্য ব্যক্তি
85) Monotonous ➫ একঘেয়ে/বৈচিত্র্যহীন
86) Multifarious ➫ নানাবিধ/বিচিত্র
87) Nauseous ➫ বিতৃষ্ণাজনক
88) Omelet ➫ ডিম ভাজা/মামলেট
89) Omis sion ➫ বর্জন/বাতিল
90) Opprobrious ➫ অশোভন
91) Orthodoxy ➫ গোঁড়ামি
92) Oscillate ➫ দোলানো/আন্দোলিত করা
93) Palliate ➫ প্রশমন/লাঘব করা
94) Pedagogue ➫ স্কুলশিক্ষক/পণ্ডিতপ্রবর
95) Peevis h ➫ বিরক্তিকর
96) Phthis is ➫ যক্ষ্মারোগ
97) Physique ➫ দৈহিক গঠন
98) Pomegranate ➫ ডালিম
99) Predecessor ➫ পূর্বসূরী
100) Procession ➫ মিছিল/শোভাযাত্রা
101) Prodigious ➫ অতিবৃহৎ
102) Prolegomenon ➫ গ্রন্থাভাষ/ভূমিকা
103) Pseudonym ➫ ছদ্মনাম
104) Pulchritude ➫ দৈহিক সৌন্দর্য
105) Questionnaire ➫ প্রশ্নাবলী
106) Receipt ➫ প্রাপ্তি
107) Recommendation ➫ সুপারিশ/পরামর্শ
108) Reconciliation ➫ সামঞ্জস্যবিধান/মীমাংসা
109) Reconnais sance ➫ তথ্যসংক্রান্ত অভিযান
110) Referendum ➫ গণভোট
111) Regeneration ➫ আধ্যাত্মিক পুনর্জম্ম/নবজন্মলাভ
112) Reminis cence ➫ স্মৃতিচারণ
113) Rendezvous ➫ মিলনস্থল
114) Rhinoceros ➫ গণ্ডার
115) Sanatorium ➫ স্বাস্থ্যকেন্দ্র
116) Scis sors ➫ কাঁচি
117) Shaggy ➫ রুক্ষ/মোটা ও অপরিপাটি
118) Simultaneous ➫ যুগপৎ/সমকালীন
119) Sobriety ➫ আত্মনিয়ন্ত্রণ/সংযম
120) Souvenir ➫ স্মৃতিচিহ্ন
121) Stereotype ➫ গৎবাঁধা/অপরিবর্তনীয়
122) Successive ➫ ক্রমাগত/পারস্পরিক
123) Superiority ➫ শ্রেষ্ঠতা/উৎকৃষ্টতা
124) Superstition ➫ কুসংস্কার/অন্ধবিশ্বাস
125) Thesaurus ➫ ভাব-অভিধান
126) Transliterate ➫ ভিন্ন ভাষায় রূপান্তর করা
127) Unparalleled ➫ অতুলনীয়/অদ্বিতীয়
128) Vehement ➫ প্রবল/ব্যগ্র/উদ্দাম
129) Vendetta ➫ বংশানুক্রমিক প্রতিহিংসা
130) Veterinary ➫ পশুচিকিৎসক
131) Vicis situde ➫ উত্থানপতন/পরিবর্তন
শেষ কথাঃ

হয় তো বিষয় গুলো অনেকেরই আগে থেকেই জানা আছে, আবার কারে‍া নেই। আবার ‍কারো নিজের তৈরি কিছু টেকনিক ব্যবহার করেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ