Call

রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ট কবি ও সাহিত্যিক। বিশ্বে খুব কম দেশেরই নিজস্ব দিন পঞ্জিকা আছে। এটা আমাদের গর্ব যে আমাদের একটি নিজস্ব পঞ্জিকা রয়েছে। বাঙালীদের এই পঞ্জিকা বঙ্গাব্দ গণনা করে। আগে থেকেই বাংলার ঘরে ঘরে (বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মাঝে) এই বাংলা পঞ্জিকা খুব প্রচলিত। তখন মানুষ বাংলা পঞ্জিকা অনুযায়ী দিন গণনা করত। ইংরেজী পঞ্জিকা জানা লোক কমই ছিল। তাই রবীন্দ্র যুগে বাংলা পঞ্জিকা বহুল প্রচলিত ছিল। যার ফলে তাঁর জন্মতারিখ হয়তবা সবাই বাংলায় জানত ও সংরক্ষণ করেছে। আর উনি যেহেতু বাংলা সাহিত্যের সাথে উতপ্রোত ভাবে জড়িত তাই বাংলায় জন্মতারিখ কে সবাই (বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ) সাদরে গ্রহণ করেছে। উল্লেখ্য বাংলা ভাষায় ও সাহিত্যে যারা অনস্বীকার্য অবদান রেখেছে সরকারীভাবে তাঁদের জন্মদিন বাংলা পঞ্জিকা অনুসারেই পালন করা হয়। যেমন: কাজী নজরুল ইসলাম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ