শেয়ার করুন বন্ধুর সাথে
jisan

Call

মানসিক প্রতিবন্ধকতা মানসিক বয়সের হিসাবে কার্যকারন বোঝার ক্ষমতা মাপে (ইন্টেলিগেন্স কৌশেন্ট বাআই কিঊ)। মানসিক প্রতিবন্ধকতার চারটি শ্রেণী আছেঃ মৃদু, মাঝারী, বেশী এবং তীব্র। শ্রেণীগুলি কর্মক্ষমতার মাত্রার ভিত্তিতে গঠিত। মৃদু মানসিক প্রতিবন্ধকতা মানসিক প্রতিবন্ধীদের প্রায় ৮৫ শতাংশ মৃদু শ্রেণীর। এদের আই কিউ স্কোর ৫০ থেকে ৭৫ এর মধ্যে থাকে। এবং এরা প্রায়শই ষষ্ঠ শ্রেণীর মান পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে পারে। এরা মোটামুটি আত্মনির্ভর হয় এবং কিছু কিছু ক্ষেত্রে সম্প্রদায় ও সমাজের সহায়তায় আত্মনির্ভরশীল ভাবে বসবাস করতে পারে।। মাঝারী মানসিক প্রতিবন্ধকতা মানসিক প্রতিবন্ধীদের প্রায় ১০ শতাংশ মাঝারী শ্রেণীর। এদের আই কিউ ৩৫ থেকে ৫৫ এর মধ্যে থাকে। অল্প তত্বাবধানের মধ্যে এরা কাজকর্ম করতে নিজেদের যত্ন নিতে পারে। বৈশিষ্টপূর্ণভাবে এরা শিশুকালেই কথাবার্তা বলার দক্ষতা অর্জন করে এবং তদারকীপূর্ণ পরিবেশে, যেমন দলীয় বাসস্থান, সম্প্রদায়ের কাজকর্ম করতে পারে। বেশী মানসিক প্রতিবন্ধকতা মানসিক প্রতিবন্ধীদের ৩ থেকে ৪ শতাংশ এই শ্রেণীর। এদের আই কিউ স্কোর ২০ থেকে ৪০ এর মধ্যে হয়। এরা মুল আত্ম-জত্ন রবং কিছুটা কথাবার্তার কুশলতা অর্জন করতে পারে। অনেক বেশী মাত্রায় মানসিক প্রতিবন্ধীরা দলীয় বাসস্থানে থাকতে পারে। তীব্র মানসিক প্রতিবন্ধকতা মানসিক প্রতিবন্ধীদের কেবলমাত্র ১ থেকে ২ শতাংশ এই শ্রেণীতে পড়ে। এদের আই কিউ স্কোর ২০ থেকে ২৫ এর মধ্যে থাকে। এরা উপযুক্ত সহায়তা ও শিক্ষার সাহায্যে মুল আত্ম-যত্ন প্রক্রিয়াগুলি এবং কিছুটা কথাবার্তার কুশলতা অর্জন করতে পারে। এদের প্রতিবন্ধকতা প্রায়শই স্নায়বিক অসুস্থতার সাথে হয়। তীব্র মানসিক প্রতিবন্ধীদের খুব উচ্চমানের পরিকাঠামো ও তত্বাবধান দরকার হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ