শেয়ার করুন বন্ধুর সাথে
jisan

Call

জীববিদ্যাগত সমস্যা: নিউরো ট্রান্সমিটারস্ : মানসিক অসুস্থতাকে মস্তিষ্কেকর মধ্যে বিভিন্ন বিশেষ রাসায়নিক পদার্থের(নিউরো ট্রান্সমিটারস্)ভারসাম্যের অসাম্যের সাথে সম্পর্কিত করা হয়। এই রাসায়ণিক পদার্থগুলির সমতা নষ্ট হলে বা ঠিকমত কাজ না করলে মস্তিষ্ক দ্বারা নির্দেশগুলি ঠিকমত যায় না, যার ফলে মানসিক অসুস্থতার অভিলক্ষণ দেখা দেয়। জন্মসূত্রমূলক(হেরেডিটি) :অনেক মানসিক রোগ পরিবারের অনেকের মধ্যে দেখা যায় যাতে মনে হয় যেসব লোকজনের পরিবারের একজনের মানসিক অসুস্থতা আছে, তাদের মানসিক অসুস্থতা হওয়ার সম্ভাবনা বেশী। পরিবারের মধ্যে জিন্ দ্বারা সংবেদনশীলতা প্রসারিত হয়। বিশেষজ্ঞরা মনে করেন অনেক মানসিক রোগ অনেকগুলি জিনের অস্বাভাবিকতার সাথে সম্পর্কিত-শুধু একটির সাথে নয়। তার ফলে একজন লোক কোন মানসিক রোগের প্রতি সংবেদনশীল হলেও আবশ্যিকভাবে সেই রোগ ধরে না। মানসিক অসুস্থতা হয় অনেক জিন এবং আরও অনেক সমস্যার সমন্বয়ে- যেমন পীড়ণ(চাপ), তিরস্কার বা কোনো তীব্র কষ্টদায়ক ঘটনা - যা যে লোকের মধ্যে ঐ রোগের জন্য সংবেদনশীলতা আছে, রোগের চালক বা ট্রিগার হতে পারে। সংক্রমণ : কিছু সংক্রমণ মস্তিষ্কের ক্ষতির সাথে জড়িত এবং মানসিক অসুস্থতার কারণ হয় বা অভিলক্ষণগুলি বাড়ায়। উদাহরণস্বরুপ বলা যায় – পেডিয়াট্রিক অটোইমমিউন নিউরোসাইকিয়াট্রিক ডিসঅরডার্(পিএএনডিএ), সাথে স্ট্রেপটোকোক্কাস ব্যকটেরিয়া থাকলে শিশুদের মধ্যে অবসেসিভ্-কম্পালসিভ্ ডিজ্‌অর্ডার্ এবং সাথে অন্য মানসিক অসুস্থতার কারণ হয়। মস্তিষ্কের অস্বাভাবিকতা বা আঘাত : মস্তিষ্কের কিছু জায়গায় আঘাত লাগল, তা থেকেও কোন কোন মানসিক অসুস্থতা হতে দেখা গেছে। জাতীয় মানসিক স্বাস্থ্য নীতি কেবল মানসিক অসুস্থতার সাথে সম্পর্কিত হওয়া উচিত নয়, মানসিক স্বাস্থ্যের বৃহত্তর দিকগুলিকেও এক্তিয়ারে এনে মানসিক স্বাস্থ্যের উন্নতি করা উচিত। এর মধ্যে পড়ে মানসিক স্বাস্থ্যের উন্নয়ণকে মুখ্য করে সরকার, ব্যবসায়িক বিভাগ, শিক্ষা বিভাগ, শ্রম বিভাগ, বিচার বিভাগ, যানবাহন, পরিবেশ, গৃহ, সমাজ উন্নয়ণ এবং স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে উন্নতির নীতি নির্ণয় করা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ