শেয়ার করুন বন্ধুর সাথে
Sanjoyrand1

Call

শুধুমাত্র মানব শিশু নয় বরং প্রাইমেট বর্গের আরও কিছু প্রাণি যেমন শিম্পাঞ্জি, লেমুর এর মধ্যেও এই অভ্যাস দেখা যায়। এর কিছু সুনির্দিষ্ট কারণ রয়েছে। এখানে মানবশিশুর কথা বললেই বেশীরভাগের বোধগম্য হবে। সাধারণভাবে চিন্তা করুন, একটা শিশু যখন মায়ের পেটে থাকে, তখন সে কিভাবে পুষ্টি পায়!! মায়ের শরীর থেকে নাড়ির মাধ্যমে বাচ্চার শরীরে পুষ্টিকর উপাদান পৌছায়। কিন্তু সন্তান জন্ম নেয়ার পরে কিন্তু এরকম কিছুই ঘটে না। জন্ম নেবার পর থেকে নির্দিষ্ট কিছু সময় পর্যন্ত এর মায়ের দুধ খেয়ে থাকে। এটা আমাদের সকলেরই জানা যে একটা বাচ্চা তার মায়ের স্তনের বোঁটা থেকে চুষে চুষে দুধ বের করে এবং ঐ দুধ পান করে। ছোট থেকে বাচ্চার এমন অভ্যাস হবার কারণেই, বাচ্চাটি যখন বড় হতে থাকে, তখন শুধু আঙ্গুল নয়, হাতের কাছে যা পায় তাইই চুষতে থাকে। সাধারণত এই অভ্যাস পাঁচ বছরের মধ্যবর্তী বাচ্চাদের মধ্যেই বেশী দেখা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ