এক সাথে এতো প্রশ্ন করার নিয়ম নাই এই সাইটে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বলি তাহলে... . ১৲সেই আদিম যুগ থেকেয় মানুষ সুন্দর জিনিসের দিকে আকৃষ্ট হয়ে আসছে ।আমারা জানি সুন্দর জিনিস সবাই পাবার চেষ্টা করে এবং সেই কারণে জিনিসটি ধ্বংস হওয়ার সম্ভাবনা থাকে ।তাই গোলাপে এই প্রকৃতি গত কারনে নিজকে ধ্বংস কারীর হাত থেকে বাঁচানোর জন্য কাঁটা থাকে । ২৲মনি যদি আপনার আমার বাড়ির সামনে পড়ে থাকত তাহলে এত মূল্যবান হতনা । পৃথিবীতে যে জিনিস যত দুর্লভ সেই জিনিস তত মূল্যবান । পাথর যতই মূল্যবান হোক না কেন সেটি আসলে মূল্যহীন, মাথা মোটা অহংকারীর অর্থ প্রদর্শন করার কাজে লাগে । ৩৲ ৯০ % সময় ভালোবাসা শুধু মাত্র যৌন চাওয়া পাওয়ার একটা বিকৃত দিক।পরে যখন তারা নিজেরাই বুঝতে পারে এটা তখনই শুরু হয় সমস্যা ।সবাই সুন্দরী মেয়েদের ভালো বাসতে চায়।অন্যদিকে আবার মেয়েরা ও হ্যান্ডসাম ছেলেদের ভালোবাসতে চায়.। আসলে এটা ভালোবাসা নয় বিপরীত লিঙ্গের মধ্যে আকর্ষণ । আর মহান আল্লাহ তালা এসব জিনিস হারাম করেছেন । আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সা:) বলেছেন-সেই মহিলা কে ভালোবাসা উত্তম যে তোমাদের স্ত্রী । আমারা যেটা করি সেটা হল ভালবাসা ভালবাসা খেলা ।কখন করি এসব?? যখন আমাদের লেখা পড়া করে মাতাপিতার কস্টকে সার্থক করার সুযোগ থাকে । পরে যখন কোনটাই হয় না তখন হায় কপাল হায় কপাল কি কস্ট কি কষ্ট বলে কাটায়। আজকাল ভালোবাসা হচ্ছে একজনের সাথে কিন্তুু বিয়ে হচ্ছে অন্য আরেকজনের সাথে আর সন্তান হচ্ছে অন্য আরেকজনের সাথে । এই রকম ভালোবাসা মানেই কষ্ট আর আমাদের মহান আল্লাহ পাক আর প্রিয় নবী(সঃ) এর নির্দেশ অনুসারে ভালোবাসলে ইনশাল্লাহ আমরা ইহকােল এবং পরকালে স্বর্গ নসীব হবে। বানান ভুল বা আরো কোন রকমের ত্রুটি থাকলে দয়া করে মাফ করে দিয়ে বিষয় বস্তুটা বোঝার চেষ্টা করবেন । ধন্যবাদ..

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ