Unknown

Call
অবশ্যই সাপের স্মৃতিশক্তি আছে।
 এর প্রমাণ আমাদের আশেপাশেই আছে- স্মৃতিশক্তি না থাকলে সাপ খাবার খুঁজতে বেরিয়ে কখনো তার পূর্বের বাসস্থানে (ঝোপ/গর্ত) ফিরে আসতে পারতোনা। তাছাড়া কোন দিকে গেলে শিকার বেশি পাওয়া যাবে এটি মনে না থাকলে সাপ দিগ্বিদিক ছোটাছুটি করতো, ফলে আমাদের মতো গ্রীষ্মমণ্ডলীয়  বা নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষেরা প্রতিদিন দু'চারটা সাপের দেখা পেতই। সাপুড়েদের পোষা সাপের কথা চিন্তা করলেও বিষয়টা স্পষ্ট হয়। এরা মানুষের সাহচর্যে অভ্যস্ত, তাই মানুষ দেখে ভয় পেয়ে আক্রমণ করেনা। স্মৃতিশক্তি না থাকলে প্রতিক্ষণেই এরা মানুষদের দেখে পালিয়ে যেতো অথবা আত্মরক্ষার্থে আক্রমণ করতো।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Junait

Call

সাপের স্মৃতি শক্তি আছে এ বিষয়টি

স্পষ্ঠ। প্রতিটি প্রাণীর মতো

অবশ্যই সাপের ও স্মৃতিশক্তি রয়েছে।

# এতো পুরানো প্রশ্নে আমার উত্তর

দেওয়ার কারন হলো আপনি প্রশ্নেই

একটি বিষয় উপস্থাপন করতে ভ্রান্তি

করেছেন। আপনার প্রশ্নটি হবে এরকম..

অনেকে বলে যে সাপের কোনো শ্রবণ

 শক্তি নেই তাহলে কি এটা ভুয়া..?

উত্তর: না কথাটি ভূয়া নয়। 

বিশেষজ্ঞদের মতে সাপের কোনো

শ্রবণ শক্তি নেই। 

অনেক জনসাধারণ  কথাটি এভাবেই

বলে যে,  সাপের কোনো শ্রবন শক্তি নেই,

আপনি শ্রবণ এর স্থলে ভুল করে স্মরণ

লিখেছেন বা শুনেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ