abulqualam

Call

নোংরামি

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
shohanrand1

Call

আমার আপনার মত যারা ওদের মত আধুনিক নই তাদের কাছে বিষয়টা নোংরামিই। যারা যে কাজে আগ্রহী অথবা অভ্যস্থ তাদের কাছে বিষয়টা স্বাভাবিক। কিন্তু যারা এসব ভাল চোখে দেখে না (আমি নিজেও) তাদের কাছে বিষয়টা খারাপ বৈকি। ধর্মীয় অনুশাসনের মধ্যে সুন্দর আর পরিচ্ছন্ন মন মানসিকতা নিয়ে চললে নিজের কাছে যেমন ভাল লাগে তেমনি সবার চোখে ভাল থাকা যায়। মানুষকে শ্রেষ্ঠ জীব নির্বাচন করা হয়েছে। সেটা জ্ঞান দিয়ে সুন্দর মন মানসিকতা দিয়ে অন্যান্য পশু-প্রাণী থেকে নিজেকে আলাদা করা। আর সেটা সম্ভব সুন্দর মন মানসিকতার সাথে সাথে শালীন পোশাক পরিচ্ছদ পরিধান করা। এটা শুধুমাত্র যে ইসলামেই আছে তা নয়-সব ধর্মেই শালীনভাবে চলার কথা বলা হয়েছে। শুধুমাত্র নিজেদের প্রয়োজনে আমরা অধিকাংশ ধর্ম ব্যবস্হাকে বিকৃত করে ব্যবহার করছি। পরিনামে সমাজে নৈরাজ্য-মূ্ল্যবোধের অবক্ষয়-ধর্ষণ-অপরাধ প্রভৃতি অহরহ ঘটছে। আসুন আমরা সবাই যার যার ধর্মীয় অনুশাসন মেনে সুন্দর জীবণ যাপনে মনোনিবেশ করি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ