শেয়ার করুন বন্ধুর সাথে

সকালে উঠতে চাইলে কিছু নিয়ম মেনে চলতে হবে ৷ যেমন-  * প্রতিদিন রাত দশটার মধ্যেই ঘুমাতে হবে ৷  * ঘুমানোর সময় দুই গ্লাস ঠান্ডা পানি পান করতে হবে৷ * বিছানায় শুইয়ে আজেবাজে চিন্তা করা যাবে না ৷  * সম্ভব হলে বিছানায় শুইয়ে আয়াতুল কুরছি পাঠ করতে হবে ৷  * মোবাইল বা টেবিল ঘড়িতে এলার্ম দিয়ে রাখতে হবে ৷ * ভোর বেলা উঠে আর শুইবেন না ৷  ঘুম থেকে উঠে হালকা ব্যায়াম বা হাটাচলা করবেন ৷ কখনো অলসতা করে ঘুম ভাঙার পরেও শুইয়ে থাকবেন না ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ