শেয়ার করুন বন্ধুর সাথে

অর্থনীতি বিষয়টি অনেকের কাছে জটিল মনে হলেও এটি আসলে তেমন কঠিন তো নয়ই উপরন্তু এ বিষয়ে আমরা বাস্তব জ্ঞান অর্জন করতে পারি, গাণিতিক যুক্তির মতো তত্ত্বগুলো ব্যাখ্যা করতে পারি। মনোযোগ ও যত্নসহকারে পড়া এবং বিষয়টিকে উপলব্ধিতে আনতে পারলে ভালো রেজাল্ট আসবে।সৃজনশীল প্রশ্ন কাঠামোতে একটি উদ্দীপক থাকে। বিবেচ্য উদ্দীপকের ওপর ভিত্তি করেই চারটি স্তরের প্রশ্ন করা হয়। উদ্দীপকটি হবে পাঠ্য বিষয়ের আলোকে তৈরি একটি বাস্তব পরিস্থিতি। এটি কখনও অনুচ্ছেদ, মানচিত্র, সারণি, ডায়াগ্রাম, চিত্র, ছবি, উদ্ধৃতি বা মন্তব্য ইত্যাদি হতে পারে। ইতিমধ্যেই তোমরা অবশ্যই জানো জ্ঞানমূলক প্রশ্নটির উত্তর একটি শব্দে বা একটি ছোট বাক্যেই শেষ করবে। অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে উত্তরটি একটি অংশে বা প্যারা করেও লিখতে পার। প্রয়োগমূলক প্রশ্নের উত্তরের ক্ষেত্রে পাঠ্যবইয়ের আলোকেই ব্যাখ্যা করবে এবং বিবেচ্য বিষয়টি উদ্দীপকে কীভাবে ফুটে উঠেছে- তা ব্যাখ্যা করবে। উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের উত্তরের ক্ষেত্রে চার নম্বরের বণ্টন তোমরা জান, যেখানে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা- সবগুলোর ধারাবাহিক সম্মিলনেই তৈরি করতে হবে উচ্চতর দক্ষতামূলক প্রশ্নটির উত্তর। অন্যদিকে বহুনির্বাচনী প্রশ্নের কাঠামোতেও ৩ ধরনের প্রশ্ন থাকবে। যেগুলো হল, সাধারণ বহুনির্বাচনী প্রশ্ন, বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন ও অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন- যেখানে প্রতিটি প্রশ্নোত্তরের মান সৃজনশীলের মতোই বহুনির্বাচনী প্রশ্নের মধ্যে জ্ঞান স্তরের ৪০%, অনুধাবন স্তরের ৩০%, প্রয়োগ স্তরের ২০% এবং উচ্চতর দক্ষতা স্তরের ১০% প্রশ্ন থাকবে। উত্তরপত্র জমা দেয়ার আগে অন্তত একবার হলেও উত্তরপত্রটি রিভাইস করা দরকার। চিত্রযুক্ত প্রশ্নোত্তরের ক্ষেত্রে বিভিন্ন রেখা অঙ্কনের বেলায় ২বি/৩বি পেনসিল ব্যবহার করা উচিত। কলম দিয়ে চিত্র আঁকা যাবে না। চিত্রের লম্ব অক্ষে কী নির্দেশ করছ, ভূমি অক্ষে কী নির্দেশ করছ- তা অবশ্যই উল্লেখ করতে হবে। যেভাবে চিত্রটি অঙ্কন করেছ সেভাবেই ধারাবাহিক বর্ণনা দেবে। প্রশ্ন অনুযায়ী প্রয়োজনীয় সূচি তৈরি, সেই সূচি অনুযায়ী চিত্র অঙ্কন এবং অঙ্কিত চিত্রানুযায়ী ধাবাবাহিক ব্যাখ্যা দিতে হবে। কোনো তত্ত্বের ব্যাখ্যার ক্ষেত্রে অবশ্যই অনুমিত শর্তাবলী ও সমালোচনার বিষয়টি মাথায় রাখতে হবে।ধন‍্যবাদ!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ