আমার এন্ড্রয়েড ফোন থেকে ভিডিও করলে অনেক বেশি এমবি হয়ে যায়। যেমন ফুল HD মুডে ৫ মিনিট ভিডিও করছি, ৭২৫ এমবি হয়ে গেছে। আমার প্রশ্ন হলো রেজুলেশন ঠিক রেখে এমবি কমানো যাবে কিভাবে??? অথবা এমন কোনো এপ্স কি আছে, যেটা দিয়ে কম এমবি খরচে ভালো মানের (যেটা ফাটবে না) ভিডিও করা যাবে???? কিংবা ভিডিও করার পর কনভার্ট করে এমবি কমালেও ভিডিওটার মান ভালো থাকবে??? উল্লেখ্য, আমি J5 (2016) ব্যবহার করি।
Share with your friends
Call

সাধারণ সেট দিয়ে ভিডিও করলে অনেক এমবি কাটে কিন্তু আপনি যখন কোনapp দিয়ে ভিডিও করবেন তখন সেটার মান বেশি ভালো হবে না। সেটের তুলনায় অনেক খারাপ হবে। একটা এপস এর নাম বলি এটায় অনেক ভালো মানের ভিডিও হবে কিন্তু এমবি কম কাটবে সেটা হলো। Hd video recorder.

Talk Doctor Online in Bissoy App
Anynomous

Call

আপনার যদি পিসি থাকে তাহলে Format Factory সফটওয়্যার টি দিয়ে উক্ত কাজটি করতে পারবেন। এই সফটওয়্যার এর সাহায্যে ভিডিও না ফাটিয়েও সাইজ কমানো যায়। আর যদি আপনার পিসি না থাকে তাহলে আপনি Androvid অ্যাপ টি ব্যবহার করে ভিডিওর সাইজ কমাতে পারবেন। এই অ্যাপ দিয়ে সাইজ বেশি কমালে ভিডিও ফেটে যাবে। তবে আপনি যথেষ্ট পরিমান কমাতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App