আমি যখন কারো সাথে কোন কথা বলি বা কাজ করি তখন অজান্তেই কিছু ভুল বলে ফেলি যেটা বুঝতে পারি ঘটনার কিছু সময় পর যে আমি ভুল করে ফেলেছি বা এটা করা উচিত হয়নি, অন্যরকম করলাম না কেন। আর এই বিষয়টা আমাকে খুব পীড়া দেয়, আর যখন বুঝতে পারি তখন আর কিছুই করার থাকে না, জানি না এটা কেন হয়, কিভাবে এর থেকে রেহাই পাব?
শেয়ার করুন বন্ধুর সাথে