এন্ড্রোয়েড ফোনে এটাই স্বভাবিক। কিছু না করে রেখে দিলেঈ চার্জ কমতে থাকবে। তবে যদি অতিরিক্ত কাটে তাহলে আপনি ব্যাটারি সেভার মুড অন করে দিন।(সেটিংস এ পাবেন)। ডিসপ্লেতে live welpaper থাকলে তা রিমুভ করে দিন। ডিসপ্লের স্লিপ টাইম কমিয়ে দিন। আর এটা অনেক সময় ব্যাটারি দূরবল থাকার কারনেও হতে পারে।

Talk Doctor Online in Bissoy App

Call

ভাই আপনি purify এ্যাপস টা ব্যাবহার

করেন।এর সাহায্যে আপনি ব্যাক গ্রাউন্ড এ চলা

এ্যাপস গুলা বন্ধ করতে

পারবেন।এর ফলে আর এমনিতে চার্জ

শেষ হবার কোন সুযোগ নাই।

Talk Doctor Online in Bissoy App