আমি একটি ফেসবুক গ্রুপ খুলতে চাচ্ছি কিন্তু একটা একটা করে সবাইকে এড করা সম্ভব না আমি চাই আমার গ্রুপে 70-80 হাজার সদস্য থাকবে ।এজন্য আমাকে কি করতে হবে শুধুমাত্র যারা জানেন তারাই উত্তর দিবেন ।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনি আপনার প্রোফাইলে থাকা বন্ধুদের যুক্ত করতে পারবেন। add member অপশনে গিয়ে যোগ করুন। আর গ্রুপের মেম্বার বেশি বাড়াতে চাইলে সক্রিয় কয়েকজনকে এডমিন প্যানেল এ নিতে পারেন। আর আকর্ষণীয় স্ট্যাটাস দিন ও গ্রুপটাকে পাবলিক করে রাখতে পারেন। এছাড়া বিভিন্ন পত্রিকা ও অন্যান্য পেইজের স্ট্যাটাসে কমেন্ট করে মানুষকে জানাতে পারেন। এছাড়া অনেক মেম্বার সম্বলিত গ্রুপে আপনার গ্রুপের লিংক দিতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আসলে এইরকম ৭০-৮০ হাজার সদস্য গ্রুপের রেপুটেশনের মাধ্যমে এসে যোগ হয়।তবে আগে অনেকেই গ্রুপের জন্য মেম্বার বিক্রি করত । এছাড়াও কয়েকজন এডমিন যুক্ত করেন এবং তাদের বলেন মেম্বার যোগ করতে তাহলে অনেক মেম্বার হবে আর ৭০-৮০ হাজার সদস্যের জন্য আপনার গ্রুপের রেপুটেশন ভালো হতে হবে। আর রেপুটেশন ভালো হলে দেখবেন এমনেতেই মেম্বার এসে যুক্ত হচ্ছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ