যিনি আপনার আইডি হ্যাক করেছে তিনি আপনার ইমেইল বা নাম্বার পরিবর্তন করেছে, এজন্য আপনার আর কিছুই করার নেই।আপনি আর ঐ আইডি উদ্ধার করতে পারবেন না।

Talk Doctor Online in Bissoy App
Helim

Call

আপনার ফেসবুক নাম জন্মতারিখ জাতীয় পরিচয় পত্র কিংবা পাসপোর্ট অনুযায়ী করা হয়ে তাকে নিচের ধাপ গুলো ফলো করুন, সাথে সাথে একাউন্ট ফেরত পেয়ে যাবেন। শুধু পুরাতন পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। ১) সর্ব প্রথম এই লিঙ্কে যান http:// www.facebook.com/hacked এবার My account is compromised এই বাটনে ক্লিক করুন। ২) ক্লিক করার পর এমন একটা পেজ আসবে আপনার হ্যাক হওয়া একাউন্ট এর ইনফরমেশন চাইবে এখানে। উপরে বর্নিত ৩ টি অপশনে যেকোন একটির ইনফরমেশন দিন। দিয়ে ক্লিক করুন সার্চ এ ৪) আপনার প্রদত্ত তথ্য সঠিক হলে আপনার একাউন্ট পাওয়া যাবে এভাবে এখন This is My Account এ ক্লিক করুন। ৫) ওপরে ক্লিক করার পর আপনার পুরাতন পাসোয়ার্ড টি চাইবে। এখানে আপনার পুরাতন পাসোয়ার্ড টি দিয়ে কন্টিনিউ করুন। আপনাকে একটা কনফার্মেশন মেসেজ দিবে। তার পরে কন্টিনিউ করে পরের স্টেপ গুলি পার করুন। সাধারনত পরের স্টেপে আপনার কাছ থেকে একটা নতুন পাসোয়ার্ড চাওয়া হবে। পরের ফর্ম গুল ঠিক ঠাক ফিলাপ করলে ফেসবুক থেকে আপনার একাউন্ট আবার ফেরত পেয়ে যাবেন। যদি তারপরও সমস্যা হয় আমাকে জানাবেন।

Talk Doctor Online in Bissoy App
SamiulHasan

Call

Trusted contact সেট করা থাকলে আইডি রিকভার করে দেখেন।

Talk Doctor Online in Bissoy App