Ariy

Call

পিরিয়ড একটা নিদৃষ্ট সময়ে হয়।এটা প্রতি মাসে হয়।আর এটা সব মেয়েদের ই হয়।এটা সবার এক সময় শুরু হয়না। ভিন্ন ভিন্ন জনের ভিন্ন ভিন্ন সময় হতে পারে।এটা সাধারনত ৩-৭ দিন স্থায়ী হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

০১=যাদের মাসিক নিয়মিত হয়  তাদের প্রতিমাসেই মাসিক হয়।

০২=মেয়ের মাসিক হলে যেভাবে বুঝবেন তা হলো:-
আসলে নারীদের প্রজনন প্রক্রিয়ার কার্যক্রম শুরু হয় সাধারণত: ১০-১৬ বছরের মাঝামাঝি বয়সে
কোন কোন মেয়েদের ৯ বছর বয়সে, আবার কারো কারো ১৬ বা তার অধিক বয়সে প্রথম মাসিক হয়ে থাকে।তবে বেশিরভাগ মেয়েদেরই ১২ বছর বয়সে মাসিক শুরু হয়। 
মা‌সি‌কের সময় মে‌য়ে‌দের স্বাভা‌বিক চিন্তা করার ক্ষমতা কিছুটা হ্রাস পায়। তখন সময়ে সময়ে পেট ব্যথা, পিঠ ব্যথা, বমি বমি ভাব, যৌন কামনা, এসবকিছু‌ মেয়েদের চিন্তাপ্রক্রিয়ায় প্রভাব ফেলে। এছাড়াও একটি মেয়ের মাসিক শুরু হলে নিম্নে লক্ষন গুলো দেখলে বুঝবেন যে তার মাসিক হচ্চে।
  1.  তলপেটে ব্যাথা;
  2.  স্তন বা নিপ‌লে ব্যাথা;
  3.  মাথা ব্যাথা করা;
  4. মাথা ঘোরানো;
  5. মেজাজের পরিবর্তন হওয়া;
  6. বিরক্তিকর ভাব বেড়ে যাওয়া;
  7. যৌনানুভূ‌তি বৃ‌দ্ধি পে‌তে পা‌রে;
  8. খাবারের প্রতি আগ্রহ বেড়ে যাওয়া।
উপরোক্ত লক্ষন গুলো মাসিক চলাকালিন দেখা দেয়।
০৩=আসলে সব মেয়েদেরই একই সময়ে মাসিক শুরু হয়  না। এক এক জনের এক এক সময়ে মাসিক শুরু হয়। এবং একটি মেয়ের  প্রতিমাসে একই সময়ে মাসিক নাও হতে পারে। তবে কারো কারো মাসে /২৭/২৮/২৯/৩০ তারিখে মাসিক শুরু হতে পারে এবং ৩--৭ দিন স্থায়ি হয়। 
০৪=হ্যা, ইহা সকল মেয়েদের হয়। 
আশা করি আপনাকে বুঝাতে পেরেছি।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

যে নারীদের শারীরিক/মানসিক কোন সমস্যা নেই, তাদের সবারই, প্রতি মাসে একেক জনের একেক টি নির্দিষ্ট সময়ে ৩-৭ দিন পর্যন্ত মাসিক হয়। এটা অন্য কারো বুঝা খুবই কষ্টসাধ্য ব্যপার। কারণ এই সময় নারীরা খুবই গোপনীয়তা অবলম্বন করার চেষ্টা করে। তবে মাসিক চলাকালিন সময় তাদের চলা ফেরা, কথাবার্তা, আচার আচরণ, চিন্তা চেতনা ইত্যাদি লক্ষ করলে, কিছুটা আইডিয়া নেয়া যেতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ